টিপস/ট্রিক্স

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি

অনেক সময় গুরুত্বপূর্ণ ফোল্ডার সবার জন্য উন্মুক্ত রাখাটা নিরাপদ হয় না, ঠিক তখনি পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হয়। আবার হয়ত অনেকেই প্রয়োজনে ফোল্ডার হাইড করে থাকেন। ফোল্ডার হাইড কিংবা পাশওয়ার্ড দেওয়া এই দুই কাজের জন্যই অনেককেই দেখা যায় এই সেই নামের কত সফটওয়ার ব্যবহার করতে। কিন্তু আজকে এই দুটি গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করতে বাড়তি কোন সফটওয়ার ব্যবহার না করে কিভাবে করবেন তা দেখাতে আসছেন টেকপ্রেমী মানজুরুল হক, চলুন ফোল্ডার লুকানোর কাজে নেমে যাই তার সাথে….

আমরা সবাই ই কম বেশি মাইক্রোসফট অফিস ব্যবহার করি। এবং এই MS Excel এর সাহায্যেই আমরা ফোল্ডার লুকিয়ে রাখতে পারি পাসওয়ার্ড দিয়ে!!!

কাজগুলো করতে যা যা প্রয়োজনঃ

* জিপ/রার করার সফটওয়ার(৭ জিপ/উইন রার)

** মাইক্রোসফট এক্সেলের যেকন ভার্শন(২০০৩/এক্সপি/২০০৭/২০১০)

কর্মপ্রক্রিয়াঃ (২০০৭/১০ এর ক্ষেত্রে)

১. যে ফোল্ডারটিকে লুকাতে চাই তাকে জিপ বা রার ফরমেটে আনতে ৭ জিপ।উইন রার ব্যবহার করি কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করে Send to থেকে Zip করি।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 2

২. অতঃপর MS Excel ওপেন করি এবং Insert মেনুতে ক্লিক করি।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 3

৩. তার পর Object এ ক্লিক করি।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 4

৪. নতুন একটা উইন্ডো আসবে। সেখান থেকে Create from file ট্যাব সিলেক্ট করি। File Name এর ডানে Browse করে Zip করা ফোল্ডারটি ওপেন করি।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 5

৫. এবার File থেকে Save as সিলেক্ট করি।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 6

৬. Tools থেকে General option সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।

ফোল্ডার হাইডঃ এক্সলের সাহায্যে ফোল্ডার লুকানোর সহজতম পদ্ধতি 7

অনেকে হয়ত চিন্তাও করবে না যে এই Excel  এ ফোল্ডার লুকিয়ে রেখেছেন। কিন্তু যদিও বা সে এই ব্লগপোষ্টের কথা জেনেও থাকে তারপর ও আপনার দেওয়া পাশওয়ার্ড না দেওয়া ছাড়া সে এটি খুলতে পারবেনা।

মানজুরুল হক

এখনো হয় নাই। :P যোগাযোগঃ fb.com/monju69

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।