ছবিঘর

জেনে রাখুন কিছু ইমেজ এক্সটেনশনের পূর্ণনাম

ভার্চুয়াল জগতে আমরা নানা প্রয়োজনে বিভিন্ন এক্সটেনশনের ছবি(ইমেজ) ব্যবহার করে থাকি। যেমনঃ JPEG, PNG, GIF ইত্যাদি ইত্যাদি।

জেনে রাখুন কিছু ইমেজ এক্সটেনশনের পূর্ণনাম 2

সকলের হয়ত এই সব এক্সটেনশনগুলোর পূর্ণরুপ জানা নেই। আসুন জেনে নেওয়া যাক ইমেজে ব্যবহৃত কিছু এক্সটেনশনের পূর্ণরুপঃ

১। JPEG (Joint Photographic Experts Group)

২। DIB   (Device Independent Bitmap)

৩। JFIF (JPEG File Interchange Format)

৪। ECW (Enhanced Compression Wavelet)

৫। GIF (Graphics Interchange Format)

৬। Exif (Exchangeable image file format)

৭। BMP file format (Windows bitmap)

৮। DNG (Digital Negative)

৯। PNG (Portable Network Graphics)

১০। PGM (portable graymap file format)

১১। TIFF (Tagged Image File Format)

১২। TGA (TARGA)

১৩। PPM-(portable pixmap)

১৪। IL BM (Inter Leaved BitMap)

১৫। PCX (Personal Computer eXchange)

১৬। FITS (Flexible Image Transport System)

১৭। PGF (Prog ressive Graphics File)

 

মানজুরুল হক

এখনো হয় নাই। :P যোগাযোগঃ fb.com/monju69

4 thoughts on “জেনে রাখুন কিছু ইমেজ এক্সটেনশনের পূর্ণনাম

  • Rubel Orion

    সুন্দর! ইংলিশ ফর ইঞ্জিনিয়ার্স নামক একটা সাবজেক্টে পড়সিলাম কিছু।
    ভালো জিনিস! 😀

    Reply
  • ভাই সবই তো বুঝলাম… কিন্তু শুরুতে রিক্সার ছবি দিয়ে কি বুঝাইলেন… 😉

    Reply
  • মানজুরুল হক

    যাইহোক কাউকে কাউকে তাহলে নিজের অজান্তেই রিভিশ্ন করাতে পারছি । এটিই বা কম কিসের। জানা ছিল না এটি কারো কারো পড়া ছিল ।

    Reply
  • অনেক আগে মাইনে পরীক্ষা পাশের জন্য পড়ছিলাম যাই হোক আবার রিভিশন হল । সুন্দর পোষ্ট আশা রাখব সামনে কোন ফরমেটের কিকি বৈশিশট তা আমাদের জানাবেন

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।