টিপস/ট্রিক্স

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন

উইন্ডোজ এক্সপি ইউজারদের অনেকেই সিডি বার্ন করতে গিয়ে ব্যবহার করেন না ধরনের ফ্রিওয়ার কিংবা পাইরেটেড সফট ওয়ার, কিন্তু আপনি যে উইন্ডোজ এক্সপির মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে কোন বাড়তি সফটওয়ার ছাড়াই তা জানাতে আমাদের সাথে আবারো হাজির হলেন টেকপ্রেমী মানজুরুল হক…..

 

সবাইকে সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকার প্রত্যাশা করছি। দৈনন্দিন নানা প্রয়োজনে প্রতিনিয়তই আমরা CD রাইট করে থাকি। এই CD রাইট করতে আমরা নানা সফটওয়্যারের শরণাপন্ন হই। আজকে আমরা দেখব কিভাবে কোন সফটওয়্যার ব্যবহার না করেই CD রাইট করা যায়।

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন 2

CD রাইট করতে আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছেঃ-

১। প্রথমে CD Drive এ একটি ব্ল্যাঙ্ক CD প্রবেশ করাই,

২। যে ফাইল বা ফোল্ডার রাইট করতে চাই তা কপি (Ctrl+C) করি,

৩। My Computer ওপেন করে CD Drive ওপেন করে তাতে কপি করা ফোল্ডার বা ফাইল পেষ্ট (Ctrl+V) করি,

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন 3

৪। বাম দিক থেকে Write these files to CD থেকে সিলেক্ট করি,

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন 4
৫। CD Writing Wizard নামে একটি নতুন উইন্ডো আসবে, ডিফল্ট নেম চেঞ্জ করে নিজের ইচ্ছা মত নাম দেই এবং Next অপশনে ক্লিক করি।

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন 5
৬। CD Writing Wizard ফোল্ডার বা ফাইলকে রাইট করা শুরু করবে।

এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন 6
৭। রাইট করা শেষ হলে CD drive Eject করবে।
সবাই ভাল থাকবেন। দোয়া করবেন আমার জন্য, একটু সমস্যায় আছি।

মানজুরুল হক

এখনো হয় নাই। :P যোগাযোগঃ fb.com/monju69

2 thoughts on “এক্সপিতে ডিফল্ট সিডি রাইটিং: সফটওয়ার ছাড়াই সিডি বার্ন

  • মানজুরুল হক

    ধন্যবাদ জনাব সোহাগ।

    Reply
  • পোষ্ট ভাল হয়েছে… 🙂 চালিয়ে যান…

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।