ওয়েব ডেভেলপিংটিপস/ট্রিক্স

ব্লগস্পটে মাউসের ডান বাটন ডিজেবল করুন সহজেই

অনেকেই জানেন যে আজ কাল যেসব কপি পেষ্ট হয় তার গোড়ায় আছে মাউসের ডান বাটনের তেলেসমাতি। তাই আজকে আমরা দেখবো কিভাবে মাউসের ডান বাটন ব্লগস্পট ব্লগে বন্ধ করা যায়

ব্লগস্পটে মাউসের ডান বাটন ডিজেবল করুন সহজেই 2

প্রক্রিয়াঃ

১. প্রথমেই Dashboard থেকে Layout এ গিয়ে Add Gadget থেকে HTML / JavaScript এ যান

২. নিচের কোড পুরাটুকু কপি করুন

<SCRIPT language=JavaScript>

 <!– http://www.techmasterblog.com –>

             var message = “function disabled by TechMasterBlog.com, Working to Spread BANGLA in all over the world”;

             function rtclickcheck(keyp){ if (navigator.appName == “Netscape” && keyp.which == 3){             alert(message); return false; }

             if (navigator.appVersion.indexOf(“MSIE”) != -1 && event.button == 2) {    alert(message);             return false; } }

             document.onmousedown = rtclickcheck;

</SCRIPT>

 

৩. অতঃপর একে সংরক্ষন করুন, আর

এরই সাথে উপভোগ করুন ডিজেবল্ড রাইট বাটন, যদিও এতে আপনি নিশ্চিত থাকতে প্রছেন না বাট একটা কমন লেভেল কে প্রোটেক্ট করতে পারছেন 😉

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

2 thoughts on “ব্লগস্পটে মাউসের ডান বাটন ডিজেবল করুন সহজেই

  • ভাই আমি আমার ব্লগ এর জন্য চেষ্টা করেছি, হয় না ত।

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।