ধীর গতির কম্পিউটার হবে দুর্দান্ত গতির
আমরা অনেকেই একটি সাধারন সমস্যার সম্মুক্ষিন হই আর তা হল উইন্ডোজ পুরাতন হয়ে গেলে পিসি খুব ধীর গতির হয়ে যায় ঠিক যেন কচ্ছপের গতি।আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি সফটউয়ারের সাথে যেটা ব্যবহার করলে আপনার কচ্ছপের গতির পিসি পাবে দুর্দান্ত গতি। সেই সফটউয়ারটি হল Advanced SystemCare 5 Pro ভার্শন।

প্রথমে এই লিংক থেকে সফটউয়ারটি ডাউনলোড করুন।সফটউয়ারটি সম্পর্কে জানতে এখানে দেখুন। ডাউনলোডের পর সফটউয়ারটি ধাপে ধাপে ইন্সটল করুন







এরপর মেনেজ লাইসেন্স এ ক্লিক করে লাইসেন্স কি হিসাবে D735F-51E93-1B1E4-C8AD4 প্রবেশ করান আর অবশ্যই তখন ইন্টারনেটের লাইন থাকতে হবে।


এখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন। যেমন Turbo Boost অপশনের মাধ্যমে আপনি ব্যকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ রাখতে পারবেন, এতে পিসির র্যম আর প্রসেসরের উপর চাপ কমবে

Turbo Boost চালু করতে চাইলে নিচের ধাপ অনুসরন করুন







এছাড়া এটাতে Toolbox নামে একটা অপশন পাবেন। সেখানে Registry Cleaner, Iobit Uninstaller, Disk Cleaner, Smart Ram, Internet Booster, Registry Defrag, Disk Doctor, Security hole Scanner, Cloned file Scanner সহ আরো অনেক অপশন যা প্রো ভার্শনে পাচ্ছেন একদম ফ্রী।
Toolbox এর অপশন গুলো দেখতে নিচের ধাপগুলো অনুসরন করুন



Smart Ram অপশনটি ব্যবহার করলে র্যমের উপর অতিরিক্ত চাপ কমবে




এই অপশন গুলোর সাথে সবচেয়ে গুরুত্বপুর্ন্য অপশন হল Deep care। এর সাহায্যে পিসির বিভিন্ন অপটিমাইজেশন করা হয় এবং এটি ব্যবহারের পর পিসি রিস্টার্ট করে দেখবেন যে আপনার পিসি আগের থেকে অনেক দ্রুত গতির হয়েছে।


এবার উপভোগ করুন একটি দুর্দান্ত কম্পিউটার
দারুন পোষ্ট… কম্পিউটার যে আজ মাত্র ধরল সেও বুজবে… 🙂
Go Ahead…
বলেন কি তাই নাকি 😛