জনপ্রিয় ডাউনলোডারঃ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুল ভার্শন
আমরা ইন্টারনেট এর মাধ্যমে প্রতিদিন অনেক কিছুই ডাউনলোড করি। সময় শ্রম বাচাতে অনেকেই ডাউনলোডের জন্য হরেক রকম ডাউনলোডার ব্যবহার করেন। কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দিব বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোডার ইন্টারনেট ডাউনলোড মেনেজার বা আইডিএম এর সাথে। আইডিএম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। চলুন শুরু করা যাক।
প্রথমে এই লিংক থেকে সর্বশেষ ভার্শন ৬.১৮ বিল্ড ১২ প্যচসহ ডাউনলোড করে নিন।
আইডিএমতারপর ইনষ্টল শুরু করে দিন নিচের ছবির মত ধাপে ধাপে
আইডিএম ওপেন করবেন না।
এখন ক্রেকারটির প্রোপারটিজে গিয়ে Run as Administrator দিন। এবং ধাপে ধাপে ক্রেক করুন
Auto Reg এ ক্লিক করুন আপনার আইডিএম ফুল ভার্শন হয়ে গেছে
এখন আইডিএম ওপেন করুন
আপডেট চাইলে আপডেট বন্ধ করে দিবেন
দেখুন রেজিষ্ট্রেশানের জন্য অপশনটা ডিজেবল হয়ে গেছে
এবার ইউটিউব এ যান। যে কোন একটি ভিডিউ দেখুন। আইডিএমের বারে ক্লিক করুন
এছাড়া আইডিএমে Queue পদ্ধতিতে ডাউনলোডের সুবিধা আছে। নিচের পদ্ধতি অনুসারে আপনি অনেকগুলো ফাইল Queuing পদ্ধতিতে নামতে পারবেন। এর জন্য ফাইল গুলোকে প্রথমে Pause করে নিতে হবে
তারপর Scheduler এ ক্লিক করুন
Files in the Queue তে গিয়ে ডাউনলোড অপশন এ কয়টি ফাইল একসাথে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে দিন
একসাথে দুইটা ডাউনলোড হচ্ছে
স্পীড লিমিটার অপশনের মাধ্যমে আপনি প্রতিটা ফাইলের স্পিড লিমিট করে দিতে পারবেন
আইডিএম দিয়ে ফুল স্পীডে ডাউনলোডের জন্য নিচের অপসন ব্যবহার করুন
হ্যাপী ডাউনলোডিং 😀
Pingback: পৃথিবীর শক্তিশালী ভিপিএনঃ লুকান আইপি, ব্রাউজ করুন ব্লকড সাইট | টেকমাষ্টারব্লগ
যদিও জেডাউনলোডারই এখন পর্যন্ত আমার কাছে সেরা পছন্দ, তারপর ও টেকপ্রেমী নূর ভাইকে ধন্যবাদ আমাদের সাথে আইডিএম এর লেটেষ্ট ভার্শন শেয়ার করার জন্য 🙂
আপ্নাকেউ ধন্যয়বা 🙂