মনিটরের লাইট হতে চোখকে রক্ষা করতে ব্যবহার করুন ফ্লাক্স
আপনি একজন কম্পিউটার কিংবা কম্পিউটারকে নিয়ে জড়িত প্রফেশানাল?? কিংবা সারাক্ষন কম্পিউটার নিয়েই পড়ে থাকেন ?? তাহলে একবারো কি এমন মনে হয়নি যে এখনকার চারপাশের তুলনায় মনিটরের আলো কিঞ্চিত উজ্জ্বল কিংবা অনুজ্জ্বল ?? তাহলে আজকে মনিটোরের এই কালার এডজাষতিং সমস্যার সহজ সমাধান নিয়ে আসছেন টেকপ্রেমী নাজমুল হক….
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয় ভালো ।
আমরা সাধারনত কম্পিউটার ব্যবহার করার সময় কম্পিউটারের ক্ষতিকারক ডেস্কটপ লাইট থেকে চোখকে রক্ষা করার জন্য চশমা বা কম্পিউটারের ডেস্কবোর্ড ব্যবহার করে থাকি । যাতে আমাদের চোখের কোন সমস্যা না হয় । কিন্ত আজ আমি আপনাদের এমন একটি সফট্ওয়ার উপহার দেব যে সফট্ওয়ারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করলে আপনাকে আর চশমা বা কম্পিউটারের ডেস্কবোর্ড ব্যবহার করতে হবে না ।
সফট্ওয়ারটির নাম হল Flux . এটি মাএ 532KB
তাহলে আর দেরী কেন উইন্ডোজ ব্যবহারকারীরা এখনি সফটওয়ারটি ডাউনলোড করে নিন
এছাড়াও এর আরো বেশ কিছু ভার্শন রয়েছে যা ম্যাক/ লিনাক্স/আইফোন কিংবা আইপ্যাড এ পর্যন্ত ব্যবহার করা যাবে
একবার কোথায় থেকে দেখে ডাউনলোড করছিলাম… ভুলে মুছে দেই… But পরে আর খুজে পাইনাই…
ধন্যবাদ শেয়ার করার জন্য…