৮৭ মাসে ভিএলসি ডাউনোলোড একশো কোটির(১০০,৫৯,৬০,২৩৬) বেশীবার
ওপেন সোর্স ভিত্তিক মিডিয়া প্লেয়ার VLC একটি বহুমুখি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হিসেবে পরিনত হয়েছে কালক্রমে যার শুরুটা হয়েছিল ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। ক্রস প্লাট ফর্ম(মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, জিএনইউ, লিনাক্স, বিওএস, মর্ফওএস, বিএসডি, সোলারিস, আইওএস ও ইকমষ্টেশান) সাপোর্ট কারী এই মিডিয়া প্লেয়ারটি ইন্টেরফেস খুব সিধে সাধা ও ইউজার ফ্রেন্ডলি এবং এর এই প্লেয়ারটি চলে সম্পূর্ন নিজস্ব কোডেকে। অর্থাৎ আপনাকে করতে হবেনা কোডেক নিয়ে দৌড়াদৌড়ি।
চাইলে আপনিও সর্বশেষ ভার্শনটি ডাউনলোড করে নিতে পারেন
VLC – 2.0.1 (লেটেষ্ট ভার্শন) ডাউনলোড লিঙ্কঃ
http://garr.dl.sourceforge.net/project/vlc/2.0.1/win32/vlc-2.0.1-win32.exe
ভিএলসির নিজস্ব ওয়েব সাইটের তথ্য মতে ১৪ই মে ২০১২ পর্যন্তই এটি ডাউনলোড হয়েছিলো সর্বমোট ১০০,৫৯,৬০,২৩৬ বার।
মজার ব্যপার হল এর সবচেয়ে বেশী ডাউনলডেড ভার্শন হল VLC 1.1.11 ভার্শনটিযা ডাউনলোড হয়েছিলো সর্বোচ্চ ১৮,৮৮,৬৫,৪৪১(১৮ কোটি বার)।
এ সম্বন্দীয় আরো পরিপুর্ন ডিটেইলস পয়াওয়া যাবে এখানে
চাইলে দেখে নিতে পারেন মিডিয়া প্লেয়ার ভিএলসি ও এর শর্টকাট লিষ্টটিও
হা ভিএলসি আসলেই দারুন একটা প্লেয়ার… বাট কিছু কিছু জিনিস এর ভাল না লাগার কারনে কেএমপি তেই থাককে হচ্ছে….
ভিএলসি ভাল তবে আমি কেএম প্লেয়ার ব্যবহার করি