ফেসবুকে ডিলিট করা ছবিও পাওয়া যায় !!
ফেসবুকে ষ্টোরকৃত ছবি আপনি প্রাইভেসী সেটিংস কিংবা ডিলেট করে রাখলেও সবাই সহজেই দেখতে পারেন। বিশ্বাস না হলে টেকপ্রেমী মাঞ্জুরুল হকের সাথে দেখুন এই সত্যটি যা ফেসবুক নিজেও বলে রেখেছে…তাই চবি আপলোডে সাব্ধান্তা বজায় রাখতে ভূলবেননা যেন
অনেক সময় অনেকেই ফেসবুকে ব্যক্তিগত ছবি আপলোড করেন। কিন্তু অনেক সময় দেখা যায় ঐ আপলোডকৃত ছবিটি নানা সমস্যার সৃষ্টি করছে। তখন আমরা সবাই হয়ত ঐ ছবিটি ডিলিট করে দিই। ডিলিট করে আমরা ভাবি, যাক এবার তো সমস্যাটি থেকে মুক্তি পাওয়া গেল।
আবার হয়ত অনেকে বন্ধুদের কোন গোপন ছবি মজা করার জন্য সাময়িকভাবে আপলোড করি। এবং পরে তা ডিলিট করে ফেলি।
কিন্তু এই ডিলিট করা ছবি গুলো কি সত্যিই নেট থেকে মুছে যাচ্ছে, এই প্রশ্নটি কি আমাদের মনে এক বারও উকি দেয় নি? হা ডিলিটকৃত ছবিগুলো সত্যিই মুছে যাচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না!
চলুন দেখি ব্যাপারটি কি আসলেই সত্যিই কিনা। প্রথমেই চলুনএকটি ছবি ফেসবুকে আপলোড করি।
কি এখন তো ছবিটি দেখতে পাচ্ছি তাই না।এবার মাউজের রাইট বাটন ক্লিক করে ইমেজটির লোকাল আড্রেস এ যাই।
এবার আসুন মাউজের ডান বাটন ক্লিক করে ইমেজ লকেশন কপি করে কোথাও সেভ করি।
এবার ছবিটি এডিট থেকে ডিলিট করে দেই।
পেজটি রিলোড করলে দেখা যাচ্ছে ছবিটি নেই। তাহলে কি আমি মিথ্যাই বলছি??
না এবার আসুন ব্রাউজারে নতুন একটি ট্যাব খুলে কপি করা ইমেজ লোকেশন পেষ্ট করি। কি এবার কি ছবিটি দেখা যাচ্ছে নাকি?
হুম, তাই না।দেখা যাচ্ছে ইমেজটি একটি সার্ভারে বিদ্যমান রয়েছে।
তো ছবি শেয়ার করার ব্যাপারে সবাইকে আগে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে ছবিটি কি শেয়ার করলে কারো ক্ষতি কিংবা কাউকে বিরক্তিকর অবস্থায় পড়তে হবে কিনা।
আর এই প্রক্রিয়াটির ভিডিও বানিয়েছেন লাকি এফ এম ভাই। চলুন তাহলে দেখে আসি ভিডিওটি
অসাধারণ একটা ট্রিক্স শিখাইলেন ভাই। এমনটাতো আগে জানতাম না। তাই শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।