উইন্ডোজ ৮ এ ইন্টারনেট কানেকশন ছাড়াই ডটনেট ইনষ্টল
বিসমিল্লাহির রহমানির রহিম
আপনারা নিশ্চই জানেন মাইক্রোসফট উইন্ডোজ ৮ বের করার জন্য কাজ করছে। ইতোমধ্যে এর ডেভেলপার প্রিভিউ এবং কনজিউমার প্রিভিউ নামে দুটি বেটা ভার্সনও বের করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে মেট্রো স্টাইল। তা ছাড়া উইন্ডোজ ৮ এ আমার নিজের অভিজ্ঞতা থেকে যা দেখলাম স্টার্টআপ স্পিড, শাটডাউন স্পিড, সফটওয়্যার চালু হওয়ার স্পিড Ovarally সম্পূর্ন কম্পিউটারের স্পিড উইন্ডোজ ৭ এর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যারা স্পিড কমে যাওয়ার ভয়ে ৭ চালাচ্ছেন না; XP তে পড়ে আছেন তারা উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করলে আর ছাড়তে চাইবেন না 🙂
কিন্তু আপনি এর কনজিউমার প্রিভিউ ভার্সনটি ইনস্টল করার পর একটা সমস্যায় অবশ্যই পড়বেন।(ডেভেলপার প্রিভিউ আমি ব্যবহার করি নাই; এতেও এসমস্যাটি থাকতে পারে) তা হল এতে আপনি ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে পারবেন না। যদিও ইন্টারনেট থাকলে তা ডাউনলোড করতে পারবেন (সাইজ মাশাল্লাহ ভালই 😉 )। কিন্তু আপনার উইন্ডোজ ৮ এর সিডিতেই যদি তা থাকে তাহলে কেন ব্যন্ডউইথ খরচ করে ডটনেট ইনস্টল করবেন!
সিডিতেই আছে তাহলে উইন্ডোজ সেটাপের সময় ইনস্টল হয়না কেন?
যেহেতু এ ভার্সন উইন্ডোজ ৮ এর বেটা ভার্সন So বাগ থাকাই স্বাভাবিক…
সিডি থেকে ইনস্টলের উপায় কি আছে?
হা আছে। তাই এখন নিচে বর্ননা করা হবে 🙂
উপরের সমস্যার সমাধানের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
1. প্রথমে উইন্ডোজ ৮ এর ডিস্ক ডিভিডি ড্রাইভে প্রবেশ করান।
2. এবার স্টার্টমেনুতে যেতে যেখানে ক্লিক করতে হয় (বামে নিচে কোনে) সেখানে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন; যে মেনু আসবে সেখান থেকে Command Prompt (Admin) এ ক্লিক করুন।
3. এবার Command Prompt উইন্ডোতে নিচের কোডটি কপি-পেষ্ট করুন। তবে কোডটিতে যেখানে :K: লেখা আছে সেখানে আপনার ডিভিডি ড্রাইভের লেটারটি দিতে হবে; উপরের ১ম ধাপের চিত্র থেকে বুঝতেই পারছেন আমার ডিভিডির ড্রাইভ লেটার K ; তাই এখানে :K: ব্যবহার করেছি। কপি-পেষ্ট বা কোডটি লেখা শেষে শুধু Enter চপুন এবং অপেক্ষা করুন।
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:K:\sources\sxs /LimitAccess
কাজ শেষ হতে কয়েক মিনিট সময় লাগবে। ৬০% এর পর মনে হবে বেজে আছে। কিন্তু চিন্তার কারন নেই একটু অপেক্ষা করুন, দেখবেন কাজ শেষ হয়ে গেছে 🙂
কাজ শেষ হলে উপরের চিত্রের মত “The operation completed successfully.” দেখাবে।
আজ এ পর্যন্তই। সামনে মাইক্রোসফট রিলিজ প্রিভিউ বের করবে। এতেও সমস্যাটা থাকতে পারে। যদি থাকে তাহলে এটাই অগ্রিম সমাধান 🙂
আল্লাহাফেজ…
[নোটঃ ডটনেট ফ্রেমওয়ার্ক হচ্ছে একধরনের সাহায্যকারী সফটওয়্যার যা ছাড়া অনেক সফটওয়্যার এমনকি অনেক গেমও চলতে পারে না। তাই এটি ইনস্টল করা অবশ্যই জরুরী।]
পূর্বপ্রকাশিতঃ এখানে
Pingback: উইন্ডোজ ৮ এ ফায়ারফক্সে অকারনে রং পরিবর্তন হওয়া সমস্যার সমাধান | টেকমাষ্টারব্লগ