সর্বশেষ টেক নিউজ

০.৯৯ ডলারে রেজীষ্টার.কম এ টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ

ফরমান ইন্টারএক্টিভ নামে শুরু করা রেজীষ্টার ডট কম প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে যা ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) অনুমদিত ডোমেইন ও হোষ্টিং কোম্পানি, যা রিচার্ড ও পিটার ফরমান ও ড্যান লেভিন এর হাত ধরে গড়ে উঠেছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে । তো দেশি কিংবা বিদেশী ওয়েব সলুশান কোম্পানিই প্রমোশানের সুবাদে মাঝে মাঝে বেশ কিছু ছাড় দিয়ে থাকে, রেজীষ্টার ডট কম এর চলছে তেমন একটি বিশেষ অফার।

domain registration ০.৯৯ ডলারে টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ রেজীষ্টার.কমে

 

ডোমেইন এক্সটেনসান সমূহঃ

এক নজরে দেখা যাক আপনি কি ডোমেইন এক্সটেনশান নিবন্ধন করতে পারবেন।

রেজীষ্ট্রেশানঃ  COM/NET/ORG সহ প্রায় সকল টপ লেভেল ডোমেইন

মূল্যঃ $০.99 (অন্য সময় যেখানে রেগুলার প্রাইস ১১-১২ ডলার)

যা করতে হবেঃ

১. প্রথমেই www.register.com এ গিয়ে ডোমেইন খুজে নিতে হবে

register domain registration 1 ০.৯৯ ডলারে টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ রেজীষ্টার.কমে

২. এরপর তাদের সাইটের সদস্যতা থাকলে লগিন কিংবা না থাকলে সাইন আপ করে আগাতে হবে

৩. চার্ট এ এড করতে হবে। মনে রাখবেন ডোমেইনের দাম কুপন কোড এপ্লাই করার পর কমবে

কুপন কোডঃ  Reg099ql

register domain registration 4 ০.৯৯ ডলারে টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ রেজীষ্টার.কমে

৪. ব্যস ভিসাকার্ড/মাষ্টারকার্ড/পেপালে ডলার থাকলে কিনে ফেলুন নিজের জন্য একটি ডোমেইন।

register domain registration 3 ০.৯৯ ডলারে টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ রেজীষ্টার.কমে

ডলার নেই ??

DAR Banner web solution ০.৯৯ ডলারে টপ লেভেল ডোমেইন রেজীষ্ট্রেশানের সুযোগ রেজীষ্টার.কমে

যারা বাইরে থেকে নিতে পারবেন না কিংবা অন্যান্য সমস্যার কারনে দেশি ওয়েব সলুশান সেন্টার থেকেই নিতে চাচ্ছেন তারা ধ্রুবক অল রাউন্ডার সহ আরো অনেক ওয়েব সার্ভিস প্রদানকারীদের থেকেও সেবা গ্রহন করতে পারেন, যেখানে সর্বদাই ভাল সেবা সহ আরো অনেক সুবিধা পাবেন।

তো সুযোগটি গ্রহন করছেন তো ?

সোহাগ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র... আমি টেকমাস্টার ব্লগের কোর মেম্বারদের একজন; আমরা কাজ করে যাচ্ছি বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো অনেক দুর...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।