উইন্ডোজ ৮ এ ফায়ারফক্স এ অকারনে রং পরিবর্তন হওয়া- সমস্যার সমাধান
বিসমিল্লাহির রহমানির রহিম
সবাই কেমন আছেন? আশা করি ভাল। এই পোষ্টটি লেখা পর্যন্ত উইন্ডোজ ৮ এর কনজিউমার প্রিভিউ পর্যন্ত বের হয়েছে। অনেকে ব্যবহারও করছেন। উইন্ডোজ ৮ এর সুন্দর্য এবং নতুন অকর্ষনীয় রূপ এবং প্রধানত এর স্পিড দেখে আমিও এটিই ব্যবহার করছি। এটি বেটা ভার্সন হলেও মোটামুটি বড় কোন বাগ আমার চোখে পড়ে নি। এর স্পিডও মারাত্মক হয়েছে।
যাই হোক এতে প্রধান একটি সমস্যা হচ্ছে ডটনেট ইনস্টল না হওয়া, যার সমাধান এখানে দেয়া দিয়েছি। দেখে আসতে পারেন।
এর পরে আরেকটি সমস্যা অনেকের পিসিতে হতে পারে। তা হল ফায়ারফক্স চালু করলে এর টাইটেল বার এবং ওয়েব সাইটের বিভিন্ন এলিমেন্টের রং অকারনে বার বার পরিবর্তন হতে থাকা, নিচের সমস্যাটির দুটি স্ক্রিনসট দেয়া হলঃ
এটির কারন কি?
এটি আসলে কি কারনে হয় তা নিশ্চিত না। গুগল ঘেটে যা বুঝলাম তাহলো সম্ভবত nVidia এর গ্রাফিক্স কার্ড থাকলে এটি হতে পারে। আশা করি nVidia উইন্ডোজ ৮ সস্পূর্ন বের হলে এ বাগ ঠিক করবে।
এ সমস্যা কি ভাবে সমাধান করব?
এ সমস্যার সমাধান খুবই সোজা। শুধু নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১. ফায়ারফক্স চালু করে Firefox(Memu button) > Options এ ক্লিক করুন।
২. এবার Options উইন্ডোর Advanced ভাগ থেকে General ট্যাব এ Browsing ভাগ থেকে Use hardware acceleration when available টিক চিহ্নটি তুলে দিন এবং OK তে ক্লিক করুন। ব্যস! সব দেখুন ঠিক হয়ে গেছে 🙂
আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরও সমস্যা হলে কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলা 🙂
আজ এ পর্যন্তই…
পূর্ব প্রকাশিতঃ এখানে