এসএমএস পাঠান দেশ-বিদেশে ১০০% ফ্রীতে !!
অনেকেই অনেক সময় ফ্রিতে এসএমএস পাঠাতে বিভিন্ন ওয়েব সাইটে ঢু মারেন, অনেক সময় সফল হন অনেক সময় বিফল, কিন্তু টেকপ্রেমী নির্লিপ্ত নীরব আপনাদের জন্য হাজির করেছেন ৩ টি সাইট যেগুলো দিয়ে বাংলাদেশ সহ অনেক দেশেই এসএমএস পাঠাতে পারবেন সম্পুর্ণ ফ্রীতে 🙂 তাহলে যোগ দিই তার সাথে..
ফ্রী এসএমএস পাঠাতে চান ?
অনেক তো ঘাটা ঘাটী করলেন। কিছু কাজ করে আবার কোনটি কাজ করে না। কাজ করলে ও অনেক ঝামেলা। Registration করতে হয়। থাক আর চিন্তা করতে হবে না। আমি আছি না? আমি কিছু লিঙ্ক দিব তা থেকে Unlimited পরিমান এসএমএস করা যাবে । যেকোন দেশে। তাও ফ্রী। এবং এর জন্য কোন Registration করতে হবে না। শুধু সাইট এ যাবেন। country select করবেন। যাকে এসএমএস পাঠাবেন তার মোবাইল number দিবেন। এসএমএস লিখে Captcha লিখে Send করবেন।
কিছু সাইট এ আপনাকে Captcha ও পুরন করতে হবে না। তো কথা না বারিয়ে আশুন দেখে নেই সাইট গুলোঃ
তো আপনারা এখন আর দেরি না করে শুরু করুন ফ্রী এসএমএস পাঠানো। আশা করি কাজ হবে। ধন্যবাদ সবাই কে।