ডাউনলোডসফটওয়্যার

সবার আগে কেড়ে নিন ফায়ারফক্স ১৩.০ ফাইনাল ভার্সন

ব্যবহারকারীদের মতে সেরা ওয়েব ব্রাউজারের মধ্যে মজিলা একটি অন্যতম ব্রাউজার যার সর্বশেষ ভার্শন ১৩ টি নিয়ে হাজির হয়েছেন টেকপ্রেমী নির্লিপ্ত নীরব, তাহলে এখনি বুঝে নিন ভার্শনটি

আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফায়ারফক্স এর সবচে নতুন ভার্সন টি নিয়ে।

সবার আগে কেড়ে নিন ফায়ারফক্স ১৩.০ ফাইনাল ভার্সন 2প্রায় সবাই আপেক্ষায় ছিলেন ফায়ারফক্স ১৩.০ ফাইনাল কবে বের হবে এর জন্য।তো অপেক্ষার পালা শেষ,অবশেষ এ এটা রিলিজ হতে চলেছে। যদিও অফিসিয়াল রিলিস হয়নি । তাতে কি হয়েছে? আমি আছি না। অফিসিয়াল রিলিস হবার আগেই আপনাদের ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছি আমি।

অনেক নতুন ফিচার এতে অ্যাড হয়েছে। তবে সবচে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হয়েছে তা হল নতুন ভার্শন নিয়ে ভাবনার দিন শেষ। এই ভার্সনটা অটো আপডেট সাপোর্ট করবে।

আমি ব্যবহার করছি। নিচে ছবি দিলাম।

সবার আগে কেড়ে নিন ফায়ারফক্স ১৩.০ ফাইনাল ভার্সন 3

তো আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন নতুন ফায়ারফক্স।আর উপভোগ করুন এর নতুন সব ফিচার।

এখান থেকে ডাউনলোড করুন

নির্লিপ্ত নীরব

মানুষ টা আমি খুব একটা খারাপ না... এতুকু এই বলতে পারি...খুব প্রিয় মানুষ বলতে একজন এ আছে আমার সে আমার মা...।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।