ফাইল কম্প্রেস এবং ডিকম্প্রেসের জন্য সেরা সেভেন জিপ
পিসিতে কোন ফাইল বা ফোল্ডার নানান কাজে বস্তাবন্দি বা খোলা লাগে যে জন্য বিভিন্ন কম্প্রেস/ডিকম্প্রেসিং সফটওয়ার ব্যবহার করা হয় উইন্ডোজে। নানান জনপ্রিয় সফটওয়ার আছে উইনরার এর মত তবে সবচেয়ে জনপ্রিয় হল ওপেন সোর্স পন্য সেভেন জিপ যা বাংলা ভাষা পর্যন্ত সাপোর্ট করে এছাড়াও আছে আরো নানান সুবিধা যা আজ টেকপ্রেমী নূরমোহাম্মদ ভুইয়া আজকে আমাদের অবগত করবেন….
ফাইল কম্প্রেস আর ডিকম্প্রেসের জন্য ব্যবহার করুন 7 Zip. এছাড়াও এর আরো যে যে ফিচার রয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো,
৭জিপ এর ফিচারসমূহ একনজরেঃ
- অতী উচ্চ অনুপাতে কম্প্রেশান ৭জেড ফরমেটে
- যে যে ফরমেট খুলতে ও বাধতে পারে ৭জেড, এক্সজেড, বিজেডয়াইপি২, জেজিপ, টার, জিপ, উইম(7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM)
- আরো আনপ্যাক করতে পারে ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR ও Z ফরমেট।
- শক্তিশালী এনক্রিপশান
- উইন্ডোজের শেলের সাথে ইন্টিগ্রেটেবল
- শক্তিশালি ফাইল ম্যানেজার
- ফাইল ডিকম্প্রেসের ক্ষেত্রে এরর করেনা বললেই চলে যা উইন রারে দেখা যায়
- ৭জেড ফরমেটে সর্বোচ্চ কম্প্রেশান লেভেল
- ৭৯ টি ভাষা বিদ্যমান, এমনকি বাংলাও আছে 🙂
প্রথমে এখান থেকে ফাইলটা নামান। তারপর ধাপে ধাপে ইনষ্টল করুন।



প্রথমে 7-Zip কনফিগার করে নিন। এর জন্য যে কোন একটি ফাইলে গিয়ে রাইট ক্লিক করে 7-Zip সিলেক্ট করে Add to archive এ ক্লিক করুন।

Zip ফরমেটের জন্য নিচের ছবির মত সব সিলেক্ট করুন । এটি হাইলি কম্প্রেসের জন্য সিলেক্ট করা

7z ফরমেটের জন্য নিচের ছবির মত সব সিলেক্ট করুন । এটি হাইলি কম্প্রেসের জন্য সিলেক্ট করা

এখন যে ফাইলটি কম্প্রেস করতে চান তাতে রাইট ক্লিক করে Zip ফরমেটে চাইলে নিচের ছবির মত করে দিন


আর 7z ফরমেটে করতে চাইলে নিচের ছবির মত করে দিন।


দেখুন মূল ফাইল , Zip ফাইল আর 7z ফরমেটের ফাইল।
এবার তিনটির প্রোপারটিজ দেখুন ,এবার আপনার ইচ্ছা আপনি কোন ফরমেটে ফাইল কম্প্রেস করবেন

কোন ফাইল ডিকম্প্রেস করতে চাইলে ফাইলের উপর রাইট ক্লিক করে নিচের ছবির মত করে দিন। ডিকম্প্রে হয়ে যাবে

আশা করা যায় এই ব্লগপোষ্ট পড়ার পর আর অন্য কোন কম্প্রেশান সফট ইউজ করা লাগবেনা
ও হা ভাল লাগলে লাইক কিংবা কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না যেন 🙂
চরম হয়েছে নুরমোহাম্মদ ভুইয়া ।
বস দারুন হয়েছে
ধন্যবাদ