কন্ট্রোল প্যানেলকে স্টার্ট মেনুতে সাব মেনু হিসেবে প্রদর্শন
আমরা যারা কন্ট্রোল প্যানেল নিয়ে ঘাটাঘাটি একটু বেশি করি , অনেক সময় হয়ত বিরক্ত অনুভব করি যে প্রতিবারই হয়ত কন্ট্রোল প্যানেলে লিঙ্ক হিসেবে ইন করতে হচ্ছে স্টার্ট মেনু থেকে। এই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি যারা উইন্ডোজ ৭ ব্যবহার করি। স্টার্ট মেনুতে কন্ট্রোল প্যানেলকে সাব মেনু হিসেব প্রদর্শন করানো যায়।এই জন্য আমাদের যা করতে হবে।
প্রথমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে টাস্ক বার ও স্টার্ট মেনুতে ক্লিক করি।
স্টার্ট এ ক্লিক করি। তারপর Customize এ ক্লিক করি।
নতুন একটি উইন্ডো এসেছে। দেখুন Control panel নামে একটি অপশন আছে। Display as menu তে ক্লিক করি। ওকে করে বের হয়ে টাস্ক বার ও স্টার্ট মেনুতেও ওকে করি।
এবার স্টার্ট এ ক্লিক করে Control panel এ মাউসের কার্সর রাখুন । কি কিছু হল ?
একই ভাবে আপনি Computer এর ড্রাইভ গুলোকেও প্রদর্শন করতে পারেন।