ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে সফটটেক আইটির কর্মশালা
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে বাংলাদেশের প্রায় ৭ লক্ষ্য তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়াও প্রায় ১ থেকে ২ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত, যার সংখ্যা ক্রমেই বাড়ছে। এই সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই বুঝে না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত। তাই ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে সফটটেক আইটির কর্মশালার আয়োজন।
বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমসারিতে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন , ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট , ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট , ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন , ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট সহ আরো অনেক কাজ।
কর্মশালার প্রধান আলোচ্য বিষয়গুলোঃ
•১ ফ্রিল্যান্সিং কি ?
•২ ফ্রিল্যান্সিং এবং আউটসোসিং এর মধ্যে পার্থক্য কি ?
•৩ ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
•৪ ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি জানতে হয় ?
•৫ কাজগুলো শিখবেন কিভাবে ?
•৬ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
•৭ ওয়ার্ডপ্রেস কি ?
•৮ বর্তমানে মার্কেটপ্লেস গুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা কেমন ?
•৯ ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন ?
•১০ ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আয়ের ক্ষেত্র এবং পরিমাণ ?
নিবন্ধন করুন এখানে
সফটটেক-আইটি ইনস্টিটিউট, সফটটেক-আইটি
হ্যালোঃ ০১৭৯৩ ১৪৬ ৫০৯ গুগল ম্যাপ এ অবস্থান
সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬, আমিন টাওয়ার এপার্টমেন্ট, উত্তরা, ঢাকা – ১২৩০