ডুল্যান্সার মুখোশ ছেড়ে অবশেষে আসল রূপেঃ সর্বশান্ত সাড়ে তিন লাখের ও বেশি গ্রাহক (নিউজসমগ্র)
ক্লিকবাজ কিংবা ক্লিক ল্যান্সার বাহীনির অন্য নাম ডুল্যান্সার যাদের টুপি পরিয়ে কয়েকশ কোটি টাকা নিয়ে পলাতক আছে হায়হায় কোম্পানি ডুল্যান্সার এর এম ডি। এতে অনেকেই মূলা দেখেছেন, বিশ্বাস করেছিলেন প্রতারকদের কথা, কখনোই পাত্তা দেননি আমার মত যারা তাদের সতর্ক করেছিলেন…… ফলশ্রুতিতে আবারো টুপি পরিয়ে দিলো সাড়ে তিন লাখের মত গ্রাহকদের, যাদের কে ভূল ভাবে বুঝিয়েছেন ক্লিকবাজির নামই নাকি ফ্রীল্যান্সিং ইত্যাদি ইত্যাদি । আজকের পোষ্টটিতে আসলে বিভিন্ন মিডিয়ার খবরগুলর একটা সন্নিবেশ ঘটানো হবে যাতে আছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার খবরাংশ আছে ইলেক্ট্রিক মিডিয়ার ভিডিও রিপোর্ট যা অনেকেরই রিসোর্স আকারে কাজে দিবে।
পোষ্টটি পুরো পড়ুন আর না পড়ুন সবার সাথে শেয়ার করতে মোটেও ভূলবেন না
১. ২৩/০৬/২০১২ তে দেশী বার্তার পোষ্টঃ ৭০০ কোটি টাকা নিয়ে উধাও হায়হায় কোম্পানি ডুল্যান্সার
২. ২৪/০৬/২০১২ মানব্জমিনেরঃ ডোল্যান্সার এর এমডিকে না পেয়ে শ্বশুড়বাড়ি ঘেরাও প্রতারিতদের দ্বারা
৩. একুশের টিভির ব্লগেরঃ ক্লিক করে আয়!!
৪. ২৪/০৬/২০১২ আর্নট্রিক্সেরঃ বেসিসের টনক নড়লো চোর পালানোর পর 🙁
৫. ২৫/০৬/২০১২ প্রথম আলোরঃ ডুলান্সারের এমডির বাসা তিন দিন ধরে ঘেরাও
৬. ২৫/০৬/২০১২ কালের কন্ঠেঃ ৫০ টির বেশি ক্লিকবাজের শিকার লাখ লাখ মানুষ
৭. ২৪/০৬/২০১২ বাংলানিউজেরঃ ঢাকায় ডুল্যান্সার গ্রাহকদের সড়ক অবরোধ ও প্রত্যাহার
৮. ২৬/০৬/২০১২ হায়দার আলীর আরেকটি নিউজ কালেরকন্ঠেঃ ভয়াল ভবিষ্যতের সামনে প্রতারিতরা
৯. ২৩/০৬/২০১২ সোর্ডফিশেরঃ স্কাইল্যান্সার>>ডুল্যান্সার>> তারপর কোনটি ??
১০. একুশের টিভির ভিডিও রিপোর্টঃ
১১. কিছু ডুল্যন্সার কর্মীর মিছিলঃ
১২. শুরুর দিক থেকেই যে ডুল্যন্সার সম্বন্দে সতর্ক করতে গিয়ে শত ঝামেলা পোহাইছেন সেই নাজমুল আহসান এর ফেসবুক ষ্ট্যাটাসঃ
১৩. আরো একজন যে কিনা তার ফ্রেন্ডদের শত্রু পর্যন্ত হয়ে গিয়েছিল সেই তুসিন আহমদের ফেবু ষ্ট্যাটাসঃ
নতুন কোন সোর্স পেলে আরো আপডেট হবে,
এখন সবাই সচেতন হন, এবং ছড়িয়ে দিন পোষ্টটি সবার মাঝে ফেবু লাইকের মাধ্যমে
Pingback: ডিজিটাল প্রতারক বিডিএসঃ বিপুল প্রতারণা ও অর্থ আত্মসাৎ | টেকমাষ্টারব্লগ
ha
ha
ha
nipat gace visionaddworld.com
kal rat 12:tar por theke
http://www.visionaddworld.com
amader maga ar nai……….
টুলেনসার এর ব্যাপরে কি বলবো আর…..অনেক বগা ফান্দে পরিয়া চোখে তেল দিয়া কান্দে ….এটার কথা শুনলেই হাসি আসে…….হা হা
লোভে পাপ, পাপে মৃত্যু
খুজে বের করতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। তথ্যবহুল একটি প্রতিবেদন।ডুলেন্সার নিপাত যাক