সোশ্যাল মিডিয়া

ফেসবুক বিকল্প সোশ্যাল সাইট মাইমিটবুক

২০১৫ সালের প্রথমার্ধে বাংলাদেশে শুরু হওয়া, ফেসবুক বিকল্প দেশি সোশ্যাল সাইট, মাইমিটবুক, যার বিশেষ সুবিধা, দেশী ডেভলোপারদের তৈরি প্রায় ৪৬ ভাগ মানুষ দৈনিক গড়ে ৩ ঘন্টা ৩৫ মিনিট সময় দেয় বিভিন্ন সোশিয়াল প্লাটফর্মে সাথে বাংলাদেশীদের মধ্যেও এটা একটা বড় পজিটিভ অবস্থান তৈরি হচ্ছে। অনেকের ক্যারিয়ারের শুরুটাও হচ্ছে সোশ্যাল প্লাটফর্ম দিয়ে।

সফলদের ব্যাক্তি জীবন পর্যালোচনা করলে দেখা যাবে যে, তারা প্রথমে কিছু বুঝে না উঠলেও পরবর্তীতে বিভিন্ন সামাজিক প্লাটফর্ম গুলোর সহায়তায় আজকের বর্তমান অবস্থান। যেখানে সামাজিক যোগাযোগ সাইট গুলো বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এক সুবিশাল সম্পর্ক তৈরীর পাশাপাশি একে অপরের অভিজ্ঞতা ও সাহায্য – সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

এক্ষেত্রে আমরা একনামে ফেসবুককেই চিনি। তবে প্রাইভেসী ও রুলস রেগুলেশনের ঝাক্কিঝামেলায় অনেকেই পড়তে হয়। যেমনঃ

১। প্রাইভেসীর যন্ত্রনা

২। ফটো ভেরিফিকেশন

৩। নিজের ফ্রেন্ড লিস্ট লিমিট করে দেওয়াঃ (৫০০০ এর বেশি কোন ফ্রেন্ড বানাতে পারবেন না)

৪।বিদেশী প্লাটফর্মঃ ইংরেজী না জানার কারনে আমাদের বিশেষ সমস্যায় পড়তে হয়।

৫।নাম চেইঞ্জ করার লিমিটকোন নাম ৩ বারের বেশি চেইঞ্জ করে ফেললে আর নাম চেইঞ্জ করতে পারবেন না।

৬।ব্লগিং করাঃ

 

এখন দেখি সদ্য শুরু করা বাংলাদেশী মাইমিটবুক সম্পর্কে

ফেসবুক বিকল্প বাংলাদেশি সোশ্যাল সাইট মাইমিটবুক (1)মাইমিটবুক বাংলাদেশী সোশিয়াল প্লাটফর্ম যা ২০১৫ তে বাংলাদেশে শুরু করে। কিছু ব্যাসিক ফিচার:

১। চ্যাট করার সুবিধা

২। বন্ধু বানানো

৩। স্টাটাস আপডেট

৪। পেজ খোলা…ইত্যাদি

 

যা হোক মাইমিটবুকের যে বাড়তি সুবিধা গুলা পাবেন

ফেসবুক বিকল্প বাংলাদেশি সোশ্যাল সাইট মাইমিটবুক (2) ডিজাইনঃ কোন একটা প্লাটফর্ম এ সময় কাটাবেন কিন্তু সেটার লেয়াউট বা ডিজাইন বোধগম্য হচ্ছেনা?? সোশিয়াল প্লাটফর্ম টির ডিজাইন একদম সাধাসিধে এবং ইউসার ফ্রেন্ডলিভাবে ডেভলোপ করেছে।

  • ইউসার ফ্রেন্ডলি: মাইমিটবুক বাংলাদেশীদের কথা চিন্তা করে প্রতিটা ফিচার বা অপশন চোখের নাগালে রেখেছে যার দরুন অতি সহজেই প্রয়োজনীয় ফিচার গুলা ব্যবহার করা যায়।

Little baby boy is sitting on floor with his laptop, isolated over white

  • বাংলাদেশীদের জন্য বিশেষ ভাবে তৈরিঃ সঠিক এবং তথ্যবহুল জ্ঞান এবং সঠিক পথ খুজে পাবার মত করেই তৈরী।
  • প্রাইভেসীঃ প্রাইভেসী প্রটেকশন দিয়ে প্লাটফর্ম টি তৈরি হয়েছে যার কারনে পার্সোনাল তথ্যদি নিয়ে চিন্তা করতে হবেনা।
  • যোগাযোগ সম্পর্কঃ
  • পরিচিতদের সাথে ফ্রেন্ড হওয়ার সুযোগঃ
  • সহজেই সমস্যার সমাধানঃ
  • ব্লগিংঃ

ফেসবুক বিকল্প বাংলাদেশি সোশ্যাল সাইট মাইমিটবুক (2) আর্নিংঃ ইচ্ছে করলেই ব্লগিং ফিচার এবং এড গুলা কে ফ্রী তে বিজ্ঞাপন দিয়ে এবং ফ্রী হোস্টিং এ ফাইল আপলোড করে বিডভার্টাইসার, শেয়ারক্যাস, আপ্লোডিং, ফাইলহিপ্পো এর মত নাম কারা সাইট গুলা থেকে আর্নিং করতে পারবেন। আর্নিং এর ব্যাপারে কোন হেল্প বা কোন ফাইল প্রয়োজন লাগলে তাদের হোস্টিং সার্ভারে খুজতে পারবেন এবং সেটাকে বিনামূল্য ব্যবহার করতে পারবেন।

 ফেসবুক বিকল্প বাংলাদেশি সোশ্যাল সাইট মাইমিটবুক (1)ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য।

আপনারা সাইন আপ করেই আমার মাইমিটবুকে আমাকে সার্চ দিতে পারেন অথবা আমাকে আপনার বন্ধু বানাতে এই লিংকে ক্লিক করতে পারেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।