ফটোশপের যাদুঃ গাড়ির হেডলাইটে আলো জ্বলবে সহজেই (ভিডিও টিউটোরিয়াল)
অ্যাডোব ফটোশপ এর একটি এডভান্স ফিচারের মাধ্যমে দেখবেন চারচাকা গাড়ির হেডলাইট এ আলো জ্বালানো যায়। অ্যাডোব ফটোশপ এর এটি একটি চমৎকার প্রয়োগ । হয়তো ভাবছেন চারচাকা গাড়িতে কী করে হেডলাইট এ আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব ? আসলে খুবই সহজ পদ্ধতিতে ও সাধারন কয়েকটি স্টেপ এর মাধ্যমে ফটোশপ এ এই অসাধ্য সাধন করা সম্ভব। একইভাবে ব্যাবহার করে মোটর সাইকেল, সাইকেল অথবা কৃত্তিম আলো তৈরি করতে পারবেন যে কোন উৎসে।
এই ভিডিও টিউটোরিয়াল এ কয়েক টি সাধারণ স্টেপ এর মাধ্যমে খুব সহজেই এবং কম সময়ের মধ্যে এই ” চারচাকা গাড়িতে হেডলাইট এ আলো জ্বালানোর” এফেক্ট” টি তৈরী করা হয়েছে। আমি মনে করি এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে প্রত্যেক শিক্ষার্থী গ্রাফিক্স ডিজাইনার বন্ধুরা অ্যাডোব ফটোশপ এর সাহায্যে আরও নতুন নতুন image এডিট করতে পারবে।
এই ভিডিও টিউটোরিয়াল টির সাহায্যে প্রত্যেক ফটোশপ এক্সপারট,গ্রাফিক্স ডিজাইনার, লোগো ডিজাইনার, ফ্রীলান্সার বন্ধুরা খুবই উপকৃত হবেন । যারা “advanced ইমেজ এডিটিং ” নিয়ে কাজ করেন তারাও এই ভিডিও টিউটোরিয়াল থেকে উপকার পাবেন । আমি আশা করব এই ভিডিও টিউটোরিয়াল থেকে আইডিয়া নিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ইমেজ এডিট করতে পারবেন । তো আজ এই পর্যন্তই । পরবর্তীতে আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হজির হবো ।
তো যাইহোক আর বেশি কথা বাড়ালাম না ।
প্রথম ছবি টি দেখতে ঠিক এইরকম হবে ।
ইমেজ টি এডিট করার পর ঠিক এইরকম দেখতে হবে ।
বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
https://www.youtube.com/watch?v=lZmUE8JGlcQ