ভাইরাস কি? বন্ধু নাকি শত্রু??
ভাইরাস, এমন এক কম্পিউটার প্রোগ্রাম, যা দিনের পর দিন নষ্ট করতে পারে মূল্যবান কম্পিউটার ও শখের মোবাইলফোন এর কার্যাবলি। মূলত ভাইরাস কি? বন্ধু নাকি শত্রু?? চলুন দেখা যাক..
বাসা কিংবা কাজের ক্ষেত্র – যেখানেই থাকুন না কেন কম্পিউটার বা স্মার্টফোন ছাড়া একপ্রকার অচলই বলা চলে আপনাকে। কিন্তু জানালা খোলা থাকলে যেমন আলো-বাতাসের পাশাপাশি মশা-মাছি বা অন্যান্য কীট-পতঙ্গ আসে – তেমনি কম্পিউটার বা স্মার্টফোন ও জীবনযাত্রা সহজ করার পাশাপাশি নীরবে খুঁড়ে চলে বিশাল এক গর্ত! একটু অসচেতন হলেই তাতে খোয়া যেতে পারে মান-সম্মান, অর্থ-সম্পদ এমনকি হুমকির মুখে পড়তে পারে মানব জীবন।
শুধু তাই নয়, এর মাধ্যমে হ্যাকার (সাইবার ক্রিমিনাল – যারা সবসময় ওত পেতে থাকে অন্যের ডিভাইস বা একাউন্টের নিয়ন্ত্রণ নিতে) সংগ্রহ করতে পারে আপনার ব্যাংক একাউন্টের তথ্য-পাসওয়ার্ডসহ আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো ছবি বা ফাইল। চাইলে কেউ দুর থেকেও আপনার কম্পিউটার বা মোবাইলের ক্যামেরা বা মাইক্রোফোন চালু করে শুনে নিতে পারে আপনার কথাবার্তা, দেখতে পারে আপনার কার্যকলাপ!
ভাইরাস পুষবেন, না তাড়াবেন??
সিদ্ধান্ত আপনার; তবে সিদ্ধান্ত নেবার আগে চাইলে চোখ রাখুন ‘ভাইরাসের ব্যাবচ্ছেদ’ এ।