ইউটিউব এর পরিবর্তিত ট্রান্সপারেন্ট ওয়েব প্লেয়ার ইন্টারফেজ
ইউটিউব ওয়েব প্লেয়ার গত এপ্রিল এ পরীক্ষামূলকভাবে কিছু ইউজারের জন্য নতুন ইন্টারফেস চালু করলেও এখন সারাবিশ্বে একযোগে নতুন আপডেট কার্যকর আছে। নতুন এই আপডেটে আগের সেই সলিড ষ্ট্যাটাসবার দেখার পরিবর্তে ট্রান্সপারেন্ট প্লেয়ার ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়াও
এতে এক সেকেন্ডের মাউস ইনেক্টিভিটির পর অটোম্যাটিকালি ভিডিও প্রোগ্রেসবার হাইড হয়ে যাবে। ইউটিউব টুইটারের মাধ্যমে নতুন আপডেট সম্বন্ধে নিশ্চিত করেছে।
Ooh la la! Our new player design is slicker than a squirrel on waterskis! pic.twitter.com/9tS1pm3NiG
— YouTube (@YouTube) August 3, 2015
তা ইউটিউবের নতুন এই আপডেট কেমন লাগলো আপনাদের কাছে, জানাতে ভূলবেন না যেন।