সর্বশেষ টেক নিউজ

ইউটিউব এর পরিবর্তিত ট্রান্সপারেন্ট ওয়েব প্লেয়ার ইন্টারফেজ

ইউটিউব ওয়েব প্লেয়ার গত এপ্রিল এ পরীক্ষামূলকভাবে কিছু ইউজারের জন্য নতুন ইন্টারফেস চালু করলেও এখন সারাবিশ্বে একযোগে নতুন আপডেট কার্যকর আছে। নতুন এই আপডেটে আগের সেই সলিড ষ্ট্যাটাসবার দেখার পরিবর্তে ট্রান্সপারেন্ট প্লেয়ার ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়াও

ইউটিউব এর পরিবর্তিত ট্রান্সপারেন্ট ওয়েব প্লেয়ার ইন্টারফেজ (4) এতে এক সেকেন্ডের মাউস ইনেক্টিভিটির পর অটোম্যাটিকালি ভিডিও প্রোগ্রেসবার হাইড হয়ে যাবে। ইউটিউব টুইটারের মাধ্যমে নতুন আপডেট সম্বন্ধে নিশ্চিত করেছে।

তা ইউটিউবের নতুন এই আপডেট কেমন লাগলো আপনাদের কাছে, জানাতে ভূলবেন না যেন।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।