অ্যাডোব ফটোশপ সিসি এর ৫টি অসাধারণ ফিচার
ফটোশপ, এডবি উৎপাদিত সেরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। দীর্ঘদিন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার সুবাদে “অ্যাডোব ফটোশপ সি এস সিক্স এক্সটেন্ডেড এডিশন” ব্যবহার করলেও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ এ হালনাগাদ করতে হলো যাতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ফিচার গুলোর মধ্যে পছন্দের পাঁচটি ফিচার নিয়ে আলোচনা করা হবে এখানে।
Artboards / আর্টবোর্ড
এটি একটি অসাধারণ ফিচার।এই ফিচার এর সাহায্যে আপনারা অনায়াসে লোগো তৈরী করতে পারবেন।
Layer style / লেয়ার ষ্টাইল
যে কোনো লেয়ার এর উপর বিভিন্ন এফেক্ট যেমন – drop shadow,stroke,inner shadow এগুলি এখন আরও ভালোভাবে এবং অনেকবার ধরে দেওয়া যাবে।
Content Aware Move Tool / কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল
এই ফিচার টি এর আগেকার ভার্সন এও আছে কিন্তু এখন খুবই নিখুঁতভাবে কোন ইমেজ এর মধ্যেকার কোন ছোট element বা content কে নিমেষে সরিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।
Spot Healing Brush / স্পট হিলিং ব্রাশ
খুবই সুন্দর ও নিখুঁতভাবে কোন ইমেজ এর মধ্যেকার কোন element বা content কে মুছে ফেলা যায়।
Export / এক্সপোর্ট
এতদিন আমরা বিভিন্ন লেয়ার এর ইমেজ কে আলাদাভাবে export করতে পারতাম না। এবার নতুন ভার্সন অ্যাডোব ফটোশপ সি সি -২০১৫ তে এটি সম্ভব।
আপনার পছন্দের ফিচারগুলো জানাতে ভূলবেন না কোনটি??
আরো বিস্তারিত জানতে ইউটিউব ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন প্লে বাটন চেপে।
https://www.youtube.com/watch?v=Tp4hXTxrI2c
টিউটোরিয়ালটি ভাল লাগলে ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না যেন ।
পোষ্টটি পড়ে খুবই উপকৃত হলাম । ধন্যবাদ