ডিনার ও সেলফি তুলবেন সাকিব এর সাথে ?
বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস, ট্যাগলাইন ক্ষেত বাংলাদেশি ক্লাসিফাইড সাইট, বিক্রয় ডট কম সম্প্রতি ডিনার করুন সাকিব আল হাসানের সাথে নামক প্রতিযোগীতামূলক আয়োজন করে। চলুন জানি প্রতিষ্ঠানটির প্রযুক্তি আয়োজন প্রতিযোগীতা নিয়ে।
আগষ্টের ৬ তারিখের শুরু হওয়া ফেসবুক ইভেন্ট থেকে জানা যায়, প্রতিযোগিতাটি চলবে ৩০ দিনব্যাপী এবং শেষ হবে ৫ সেপ্টেম্বর। তাই ঘরে বসেই হাতের স্মার্টফোনটি দিয়ে অংশগ্রহণ করা যাবে নিমিষেই।
সর্বমোট ২০ জন ভাগ্যবান বিজয়ী রাজধানীর বনানীতে সাকিবের নিজস্ব রেস্তোরা সাকিব’স ডাইনে ডিনার করার সুযোগ পাবেন। পাশাপাশি বিজয়ীরা সাকিবের সাথে সেলফি তোলারও সুযোগ পাবেন।
তবে এতে অংশগ্রহন নিশ্চিত করতে কিছু বিষয় অনুসরন করতে হবে।
যেমনঃ
- প্লেষ্টোরে/অ্যাপল ষ্টোরে অ্যাপ রিভিউ করার সময় অবশ্যই #DeemParbeNa হ্যাশট্যাগ দিতে হবে
- এবং আপনার ইমেইল এড্রেস দিতে হবে।
প্রতিযোগীতায় অংশগ্রহন পদ্ধতিঃ
১। অ্যাপ ডাউনলোড করুন
২। রিভিউ করুন
৩। রিভিঊ করার সময় অবশ্যই #DeemParbeNa লিখবেন এবং আপনার ইমেইল এড্রেসটি লিখবেন।
প্রতিযোগিতার সময় শেষে আপনার ইমেইল এড্রেসের মাধ্যমে যোগাযোগ করা হবে।
ডাউনলোড লিঙ্কঃ
Android: http://fal.cn/B9MQ
iOS: http://fal.cn/B9ME
যেকারনে বিক্রয় এপস ব্যবহার করবেনঃ
• সহজে ব্যবহারযোগ্য একটি অ্যাপে স্থানীয় হাজারো বিজ্ঞাপন ব্রাউজ করুন
• শ্রেণি, অবস্থান এবং কিওয়ার্ড অনুযায়ী খুঁজুন
• চমৎকার ডিল করতে মাত্র একবার স্পর্শ করেই বিক্রেতাদের সাথে যুক্ত হোন
• পরে ব্যবহার করার জন্য ফেভারিট বিজ্ঞাপনসমূহ সেভ করে রাখুন
• সহজে ব্যবহারযোগ্য একটি অ্যাপে সবগুলো শ্রেণিই একত্রে রয়েছে
• ফোন থেকে দ্রুত ও বিনামূল্যে সরাসরি বিজ্ঞাপন পোস্ট করুন
• পোস্টকৃত সকল বিজ্ঞাপন এক জায়গায় ম্যানেজ করুন
ইভেন্ট সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে ।। বিক্রয় সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন এখানে গিয়ে
ডিনার ও হবে সাকিব এর সাথে দেখাও হবে, কেমন লাগবে ব্যপারটা??