টিপস/ট্রিক্স

সহজেই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন

ইমেইল অ্যাকাউন্ট হিসেবে জিমেইল ক্লায়েন্টের ভাল বিকল্প খুজে পাওয়া ভার। প্রয়োজনে এই জিমেইল একাউন্ট টির পাসওয়ার্ড পরিবর্তনের নিয়মটাও সহজভাবে উপস্থাপন করছেন ব্লগার কে এস নাহিদ।

খুব সহজেই জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তনআসসালামুয়ালাইকুম, বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সামনে জিমেইল অ্যাকাউন্ট কি করে পরিবর্তন করে সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি।

০১ঃ- সর্বপ্রথম gmail account এ প্রবেশ করতে হবে।

০২ঃ-এইবার setting menu তে ক্লিক করা লাগবে।

০৩ঃ-setting menu তে ক্লিক করার পর accounts and import নামের উপর ক্লিক করা লাগবে।

০৪ঃ-accounts and import এ প্রবেশ করার পর change password এ ক্লিক করা লাগবে।

০৫ঃ-এর পর যে কাজ টি করতে হবে তা হল,current password নামক box এ আপনার বর্তমান password টি দিতে হবে।

০৬ঃ-তারপর new password and confirm password নামক ঘরে আপনার নতুন password টি দিবেন।

০৭ঃ-এই বার আপনি sign out দিয়ে বের হয়ে জান।

০৮ঃ-নতুন password দিয়ে প্রবেশ করুন।

 

হয়ে গেল আপনার password change.

আজকের মতো এইখানেই বিদায়,ভাল থাকবেন।

”আল্লাহ হাফেয”

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

4 thoughts on “সহজেই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন

  • অজ্ঞাতনামা কেউ একজন

    nic

    Reply
  • নজরুল ইসলাম

    amar gmail address ar passord bula gase bula gawer karona mobile kulta parsina doya kora bolun uncle

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    nice post

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    ভালো লাগলো

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।