ফেসবুক মেসেঞ্জার লগ আউট এর নিয়ম
সামাজিক যোগাযোগের এই সময়ে স্মার্টফোন ইউজার রা ফেসবুক ম্যাসেঞ্জার এপসটি ইউজ করেন। তবে লগ আউটের প্রয়োজনে আমাদের যে বিপাকে পড়তে হয় তা থেকে উদ্ধার করতে টেকপ্রেমী কে এস নাহিস হাজির ‘ফেসবুক মেসেঞ্জার লগ আউট এর মন্ত্র’ নিয়ে, চলুন যোগ দিই তার সাথে।
বন্ধুরা আশা করি সবাই আল্লাহ্র অশেষ করুণায় ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুব সাধারন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই দিনে দেখা যায় আমরা প্রত্যেকে কম বেশি android ফোন ব্যাবহার করি। আর ফেসবুক ত একটা কমন বিষয়। আমরা যখন আমদের ফেসবুক আইডি কে মেসেঞ্জার এ ব্যাবহার করি,তখন একটা সমস্যা দেখা যায়, আমরা মেসেঞ্জার থেকে লগ আউট করতে পারি না। যার কারনে আমদের ফেসবুক আইডি টা সারাদিন অনলাইন হয়ে থাকে।সবাই ভাবে যে আমরা সারাদিন ফেসবুক এ থাকি। আজ আমরা জানব কি করে মেসেঞ্জার আইডি টাকে লগ আউট করা যায়
০১ঃ=mobile এর manage apps এ প্রবেশ করা লাগবে।
০২ঃ=এইবার মেসেঞ্জার খুজে বের করতে হবে।
০৩ঃ=মেসেঞ্জার এ প্রবেশ করা লাগবে।
০৪ঃ=এইবার,একটু নিচের দিকে clear data নামের একটা অপশন আছে।
০৫ঃ=clear data অপশন এ ক্লিক করতে হবে।
০৬ঃ=delete app data আসবে,ok বাটন ক্লিক করতে হবে।
০৭ঃ=এইবার এইখান থেকে প্রস্থান করতে হবে।
হয়ে গেল লগ আউট।
Thank you vai.
eta niye onk jhamelay chilam.