অ্যান্ড্রয়েডটিপস/ট্রিক্স

অ্যান্ড্রয়েড দিয়ে পিসিতে নেট

পিসিতে নেটওয়ার্ক কানেকশন নেই, কিন্তু ইমার্জেন্সি পিসিতেই নেট লাগবে? কিংবা ইউএসবি ক্যাবল দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে পিসিতে নেট চালাতে চাচ্ছেন? টেকপ্রেমী কে এস নাহিদ হাজির হয়েছেন কিভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবেন তা নিয়ে।

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি লিখবো কিভাবে শখের অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে কম্পিউটার এ নেট ব্যাবহার করা যায়।

android

অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে কম্পিউটার এ নেট ব্যাবহারঃ

০১ঃ- সর্বপ্রথম অ্যান্ড্রয়েড মোবাইলকে ইউএসবি ক্যাবল এর  মাধ্যমে  কম্পিউটার এ সংযুক্ত  করতে হবে।

০২ঃ- মোবাইল এর ডাটা কানেকশন অন করতে হবে।

০৩ঃ- মোবাইল এ বিদ্যমান সেটিংস মেনু তে ক্লিক করতে হবে।

০৪ঃ- settings মেনু তে যাওয়ার পর, কোন কোন মোবাইল এ সরাসরি ওয়্যারলেস ও নেটওয়ার্ক নামের ফোল্ডার থাকবে, ওইখানে প্রবেশ করতে হবে।

০৫ঃ- আর কোন কোন মোবাইল এ wireless & networks নামের ফোল্ডারটা সরাসরি থাকবে না, সেই ক্ষেত্রে more নামক ফোল্ডার টা তে প্রবেশ করতে হবে।

০৬ঃ- লক্ষ্য করলে দেখা যাবে এইখানে টিথারিং ও পোর্টেবল হটস্পট  নামের একটা অপশন আছে, এতে ক্লিক করতে হবে।

০৭ঃ-  এইবার ইউএসবি টিথারিং নামের অপশন টা তে ক্লিক করতে হবে।

০৮ঃ- এইবার ইউএসবি মাস ষ্টোরেজ নামের একটা অপশন আসলে ok  বাটন এ ক্লিক করতে হবে।

০৯ঃ- কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

 

এইবার লক্ষ্য করুন,আপনার কম্পিউটার নেট ব্যাবহার করার জন্য প্রস্তুত।

 

আল্লাহ হাফেয। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। আবার কথা হবে,ইনশাআল্লাহ।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

4 thoughts on “অ্যান্ড্রয়েড দিয়ে পিসিতে নেট

  • rahat

    how to use pc internet on android phone….. plz reply…..

    Reply
  • This is a good facility for android application. I am using this Hotspot WiFi service. Thanks

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    nice vi..onk tnx….

    Reply
    • কে এস নাহিদ

      ধন্যবাদ ভাই……………পরবর্তী পোস্ট এর জন্য টেক মাস্টার এর সাথেই থাকুন

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।