নিরাপত্তায় পিসিতে তালা
নিরাপত্তার খাতিরে পিসিকে রাখতে হয় অন্যদের হাতের নাগালের বাইরে। তাই খুব সহজে পিসির নিরাপত্তায় কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায় তা দেখাবেন টেকপ্রেমী কে. এস. নাহিদ।
শখের পিসি টা লক করে রাখুন
আসসালামুয়ালাইকুম,বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি খুবই ইজি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।
আজ আমি লিখব,কি করে আপনার আদরের পিসি টা কে লক করে রাখবেন।
- start বাটন এ ক্লিক করতে হবে।
- control panel নামক অপশন এ প্রবেশ করতে হবে।
- user accounts and family saftey নামক অপশন এ ডাবল ক্লিক করতে হবে।
- change your windows password এ ক্লিক করতে হবে।
- type a new password এ পছন্দ মত একটা password দিতে হবে।
- create password বাটন এ ক্লিক করতে হবে।
বাস, হয়ে গেল পিসি তে password setting.