অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধান এখন অ্যাড্রয়েড এ!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!

স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড

 

সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধানের ডেস্কটপ সংস্করণের মত অ্যান্ড্রয়েড সংস্করণেও থাকছে সর্বোচ্চ সুবিধা। থাকছে উন্নত ডেটাবেজ।

সুবিধা সমূহ

  • অ্যান্ড্রয়েডের সর্বশেষ ডিজাইন নিয়ম অনুসরণ করে ইউআই ডিজাইন করা হয়েছে
  • একই সাথে বাংলা এবং ইংরেজি অনুসন্ধানের সুবিধা
  • ডেস্কটপ সংস্করণের মত উন্নত অনুসন্ধান সুবিধা
  • নতুন শব্দ যুক্ত করা যাবে
  • পুরনো অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা যাবে
  • প্রিয় তালিকা
  • ইতিহাস
  • ইংরেজি উচ্চারণ (Text to Speech)
  • কথা থেকে লেখা (Speech to Text)
  • সম্পূর্ণ বাংলা ইন্টারফেস

আরো অনেক কিছু…

মূল্য

স্বাধীন শুরু থেকেই স্বাধীন ছিল। অ্যান্ড্রয়েড সংস্করণেও স্বাধীন থাকবে স্বাধীন।

এটি বিনামূল্য অ্যাপ। এমনকি অ্যাড থেকেও সম্পূর্ণ মুক্ত।

ডেটাবেজ ক্লাউড

স্বাধীনের ডেটাবেজের অন্তর্ভুক্তির অপ্রতুলতা কাটানোর জন্য স্বাধীনের অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত করা হয়েছে ক্লাউড সুবিধা।

ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় স্বাধীন অভিধানে কোন নতুন শব্দ যুক্ত অথবা কোনো শব্দ/অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা হলে তা আমাদের সার্ভারে চলে আসবে। যা আমরা নতুন সংস্করণের ডেটাবেজে যুক্ত করে দেব।

বর্তমানে ডেস্কটপ থেকে মোবাইলেই ইন্টারনেট সংযোগ বেশী থাকে। তাই আমরা আশা করছি ডেটাবেজ ক্লাউড সুবিধাটি স্বাধীনের ডেটাবেজকে আরো উন্নত করবে।

ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কঃ ডাউনলোড

ড্রপবক্স ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কঃ ডাউনলোড

অফিশিয়াল ডাউনলোড পাতা
(http://imaginativeworld.org/products/shadhin-ovidhan-android/beta/)

নতুন সংস্করণ বের হয়েছে উপরের অফিশিয়াল ডাউনলোড পাতা থেকে নতুন সংস্করণ ডাউনলোড করুন।

সর্বনিম্ন অ্যান্ড্রয়েড সংস্করণঃ Android 4.1 (Jelly Bean)

প্লে-স্টোরে স্বাধীন অভিধান

প্লে-স্টোরে অ্যাপ দিতে টাকা জনিত ধাপ গুলোর জন্য এখনি স্বাধীন প্লে-স্টোরে দেওয়া যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব আমরা স্বাধীন প্লে-স্টোরে যোগ করার চেষ্টা করছি।

স্বাধীন অভিধান আমাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। কেউ চাইলে স্বাধীন অভিধান সম্পর্কে তাদের সাইট লিখলে পারেন। তবে ডাউনলোডের জন্য অবশ্যই অফিশিয়াল ডাউনলোডের পাতার লিঙ্ক দিবেন।

স্ক্রিনশট

শেষ কথা

তো এখনি স্বাধীন ডাউনলোড করুন এবং ব্যবহার করে আপনার মতামত জানান।

পোষ্টটি শেয়ার করতে ভুলবেননা।

সোহাগ

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র... আমি টেকমাস্টার ব্লগের কোর মেম্বারদের একজন; আমরা কাজ করে যাচ্ছি বাংলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক ব্লগিংকে আরো এক ধাপ এগিয়ে নিতে। আশা করি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো অনেক দুর...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।