তথ্য-প্রযুক্তি-ও-বিজ্ঞান

কৃত্তিম ব্রেন তৈরি করল গুগল

গুগল এক্স ল্যাব সর্ম্পকে কি আমরা আমরা অবগত আছি,  এই এক্স ল্যাব গুগলের একটি গোপন ল্যাব যা ক্রমাগত ভবিষ্যতের উন্নত সব প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ক্যালিফর্নিয়ার কোথাও অবস্থিত।  এই তো কিছু দিন আগে এই এক্স ল্যাব আমাদের উপহার দিল চালক বিহীন গাড়ী যা চালতে ব্যবহৃত হয় ক্যামেরা, রাডার সেন্সর, তথ্য ভিত্তিক ডাটাবেজ, দিক নির্দেশনার জন্য জিপিএস  সিস্টেম ব্যবহার করা হয়।

কৃত্তিম ব্রেন তৈরি করল গুগল 2

পেলাম গুগল গ্লাস যা অ্যান্ড্রয়েড চালিত ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য দিবে।

কৃত্তিম ব্রেন তৈরি করল গুগল 3

এবার X ল্যাব নিয়ে এল আমাদের জন্য কৃত্তিম ব্রেন, ১৬ হাজার প্রসেসর ব্যবহার করে তৈরি যা জেফ ডিন – এর তত্ত্বাবধানে একদল বিজ্ঞানীর পরিশ্রমের ফসল।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটির বিড়ালের প্রতি মনোযোগ বেশি। তৈরির পর একে ইউটিউবের ১০ মিলিয়ন ইমেজের সাথে যুক্ত করা হলে এটি নিজে নিজেই বিড়াল বেছে নেয়, যা পূর্বে নির্দেশ প্রদান করা হয় নাই।

কৃত্তিম ব্রেন তৈরি করল গুগল 4

এ সম্বন্দ্বে

দেখা যাক কি পাই আমরা এই কৃত্তিম ব্রেন থেকে। অপেক্ষায় রইলাম।

 

মানজুরুল হক

এখনো হয় নাই। :P যোগাযোগঃ fb.com/monju69

2 thoughts on “কৃত্তিম ব্রেন তৈরি করল গুগল

  • আরো বিস্তারিত লিখেন।

    Reply
    • মারুফ ভাই এত দিন পরে কোন কারনে এসে দেখি এই অবস্থা, ১২তে লিখেছিলাম, এখন ১৪ এর জুন। 😛

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।