সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

তৃতীয়বারের মত বন্ধ ছিলো ফেইসবুক

যার প্রতি মিনিটে আয় আসে ১০ হাজার ডলার সেই ফেসবুক ই সেপ্টেম্বর মাসের ১৭, ২৪ এবং ২৯ তারিখেFacebook down (1) টানা তিনবার ডাউন ছিলো।

উল্লেখ্য মঙ্গলবার ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ডাউন থাকা ফেসবুক নিয়ে টুইটারে রিপোর্ট করে আনুমানিক ২ লক্ষ টুইটার ইউজার এবং সকলেই #FaceBookDown হ্যাশট্যাগটি ব্যবহার করে।


আরো বিস্তারিত ভিডিওতে দেখুন

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।