টেলিকমিউনিকেশনপ্রযুক্তি-বাজারমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

বিশ্বের সর্বপ্রথম স্মার্ট মোবাইল ক্যামেরা

আলকাটেল ওয়ান টাচ ফ্ল্যাশ ২

দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আনন্দের সময়গুলো, চোখের সামনে ঘটে যাওয়া বিভিন্ন  ঘটনাগুলোর স্মৃতি ধারন ও অতীতের সেই স্মৃতিগুলোকে আরও বেশী প্রাণবন্ত, স্বচ্ছ, অক্ষত এবং আকর্ষণীয় করে রাখতে আলকাটেল ওয়ান টাচ গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে আলকাটেল ওয়ান টাচ ফ্ল্যাশ ২.

এই ফোনে রয়েছে সর্বশেষ নতুন প্রযুক্তি ব্যবহৃত Rear and Front  ক্যামেরা। যা আপনার মুঠোফোনের মাধ্যমে ছবি ধারণ করার ইচ্ছাকে আরও বাড়িয়ে দিবে।

Alcatel Onetouch Flash 2 তে রয়েছে Rear 13M PDAF camera with Duotone LED Flash. আরও আছে 5M  Front Autofocus camera with LED Flash. আবার ক্যামেরার একটা বিশেষ দিক Double Flash ।

Rear Camera: Rear  ক্যামেরায় ব্যবহৃত প্রযুক্তি, Phase Detection Auto Focus(PADF) প্রযুক্তি যা দ্বারা আপনি অনেক দ্রুত এবং আকস্মিক ছবি ধারণ করতে পারবেন। যার সময় সীমা ০.৩ সেকেন্ড এর  চেয়ে কম। আরও রয়েছে f/2.0 Aperture supersedes যা অধিক বা অনেক কম আলোতে অসাধারণ ছবি ধারণ করবে। Alcatel Onetouch Flash 2 এর Rear ক্যামেরায়  রয়েছে  5P Lens with Blue Glass Optical Filter and  Real tone Flash যা ফলে আপনার ধারণকৃত ছবি হবে স্বচ্ছ এবং প্রাণবন্ত। সাথে আছে 80 degrees wide angle.এছাড়াও Rear ক্যামেরায় একটি বিশেষ gSight প্রযুক্তি নিয়ে এই প্রথম বাজারে Alcatel Onetouch Flash 2.যেখানে রয়েছে 13 MP ISOCELL sensor। এই sensor টি এমন ভাবে নকশাকৃত যা যে কোন আলোকসজ্জিত অবস্থায় আপনাকে অনেক ভালমানের ছবি প্রদান করবে। এমনকি অনেক কম আলোতে ও সকলের চাহিদার পিক্সেলের বার্তালাপের পার্থক্য কমিয়ে সততার সহিত উচ্চ মানের রং সমৃদ্ধ ছবি প্রদান করবে।

Front Camera : সেলফির দুনিয়ায় এবার নতুন মোড় নিয়ে এসেছে Alcatel Onetouch Flash2 । যেখানে Front ক্যামেরায় LED Flash সহ সংযুক্ত হয়েছে larger ¼” OV5648 sensor and ƒ/2.2 aperture যা আপনার সেলফিকে করে তুলবে আরও আনন্দদায়ক এবং প্রাণউজ্জ্বল। LED Front Flash এর সহযোগীতায়  যে কোন সময় কম বা অনেক বেশী আলোতেও আপনি নিজেকে ক্যামেরা বন্দি করতে পারবেন একেবারে প্রাণবন্ত ভাবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনি একই সাথে সামনের এবং পিছনের দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পারবেন, যা সম্ভব করেছে Alcatel Onetouch Flash 2। অগ্রগতিতার সাথে Front Camera তে  রয়েছে wider 84 degrees angle যা দ্বারা যে কোন বিশেষ মুহূর্তে পরিবার বা বন্ধুদের সবাইকে নিয়ে সেলফি নিতে পারবেন।  Front Camera Auto Focus দ্বারা আপনার সেলফি হবে আরও সুস্পষ্ট।

Alcatel Onetouch Flash 2 বাংলাদেশে পাওয়া যাবে ২২ অক্টোবর দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত, এই মোবাইলটি শুধুমাত্র Buymobile.com.bd  তে পাওয়া যাবে ।

Flash 2
Alcatel Onetouch Flash 2

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।