মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এম এন পি) ১৬’র মার্চে
মোবাইল নাম্বার পোর্টেবিলিটি কি?
আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা।
আজ আপনাদের সামনে খুব সুন্দর একটা বিষয় নিয়ে হাজির হয়েছি।
MNP(mobile number portability)
নম্বর অপরিবর্তিত রেখে এক অপারেটর থেকে অন্য অপারেটর এ যাওয়া।
ফোন নাম্বার পরিবর্তন না করে ইচ্ছে মতো অপারেটর পরিবর্তন কেই বুজায়। যখন যেই অপারেটর ব্যাবহার করতে মন ছাইবে,ফোন নাম্বার পরিবর্তন না করেই যেকোনো অপারেটর এ ব্যাবহার করা যাবে।
আগামী বছর মার্চ মাস থেকেই এই সুবিধা গ্রাহক পাবে।
এমএনপি সুবিধার জন্য খরচ হবে ৩০ টাকা। আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান তাহলে তাকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে।