ফেসবুক আইডি ব্লকড ? নিরাপত্তা ও সচেতনতা

block

অনেক সময় কারনে অকারণে সাধের ফেসবুক আইডি ব্লক হয়ে যায়। আইডি ব্লক হওয়ার কিছু কারন নিচে তুলে ধরা হল। সাবধানতা অবলম্বনের মাধ্যমে ফেসবুক আইডি কে নিরাপদ রাখা সম্ভব। তাহলে চলুন জানা যাক ব্লক হওয়া ফেসবুক এর নিরাপত্তা ও সচেতনতা।

 

 

  1. অধিক পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট  পাঠালে আইডি ভেরিফিকেশন চাইবে, ৫০ এর অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট হলে তারা যদি এক্সসেপ্ট না করে, তাহলে আইডি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। (এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রথমে ফেসবুক এ প্রবেশ করতে হবে। Find Friends নামক স্থানে প্রবেশ করতে হবে। এরপর view sent request  নামক স্থানে  প্রবেশ করতে হবে।এইবার যারা ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সসেপ্ট করে নাই তাদের কে  cancel friend request দিন।)
  2. দিনে ২০ টার বেশি রিকুয়েস্ট পাঠানো যাবে না।
  3. পর্ণগ্রাফি আপলোড করা।
  4. কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকা।
  5. কোন সেলিব্রেটির নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা।
  6. জন্ম তারিখ ২ বারের বেশি পরিবর্তন করা।
  7. ৫৫-৬০% এর বেশি  প্রোফাইল কমপ্লিট করে রাখা।’

     8.কাউকে রিকোয়েস্ট পাঠানোর পর সে block মারলে।

ছোট খাট এই কিছু বিষয় আমরা নজর রাখলে আশা করা যায় আমাদের আইডি কক্ষনোই ব্লক অথবা ডিজএবল হবে না।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

2 thoughts on “ফেসবুক আইডি ব্লকড ? নিরাপত্তা ও সচেতনতা

  • নভেম্বর 18, 2015 at 6:34 অপরাহ্ন
    Permalink

    ধন্যবাদ

    Reply
    • ডিসেম্বর 17, 2015 at 4:54 অপরাহ্ন
      Permalink

      আপনাকেও ধন্যবাদ …………………।

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।