ভিডিও

নিউবাক্স (Neobux) প্রতারনা

নিউবাক্স (Neobux) প্রতারনাপিটিসি তে কাজ করে হাজার হাজার ডলার অনলাইনে আয় করেছেন এমন বিজ্ঞাপন দেখলেও প্রতিষ্ঠিত কাউকেই কখনো পাওয়া যায়নি চোখের সামনে। টেকপ্রেমী আনোয়ার হোসেন টানা ৬ মাস আধা ঘন্টা সময় ব্যায় করে যখন আয়ের যোগ-বিয়োগ হিসেব করে জিরো পেলেন, তা শেয়ার করলেন টেকমাস্টারব্লগের সাথেও।

মাঝে মাঝে দেখতে পাই কিছু কিছু ব্লগার ট্রাস্টেড পিটিসি নিয়ে লিখে!! ও পাঠকদের অনেক স্বপ্ন দেখায়। কিন্তু তারা কি জানে এই সব ভুয়া সাইট। আসলে এইসব সাইট থেকে কোনো ইনকাম হয় না!!! এগুলোতে ইনকাম করার চেষ্টা করা মানেই সময় নষ্ট করা ছাডা আর কিছুই নয় বিশ্বাস না হলে ভিডিও টি দেখুন। প্রমান সহ দিলাম। কিভাবে neobux এর মত সাইট প্রতারনা করতেছে!!!! একই ভাবে করে অন্যন্য সাইট গুলো। অন্য সাইটের এর প্রতারনার প্রমান আর এক দিন দিব। আশাকরি ভিডিও টি দেখে সবাই সচেতন হবেন এবং অযথা PTC সাইটে ইনকাম করার চেষ্টা করে মুল্যবান সময় নষ্ট করবেন না।

https://www.youtube.com/watch?v=_4bQsDOHi9c

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।