ইচ্ছে মত কেনাকাটায় ইকমার্স ডিরেক্টরী এন এস হাট

অনলাইনে ইচ্ছে মত কেনাকাটা করতে হাজির ইকমার্স ডিরেক্টরি সাইট এনএসহাট, এ নিয়ে লিখছেন টেকপ্রেমী নয়ন হোসেন খান।

দৃশ্যকল্প ১:

মীম জামদানি শাড়ীর খুব ভক্ত। প্রায়ই সে মার্কেটে গিয়ে জামদানি শাড়ী কিনে।কিন্তু নতুন চাকরীতে ঢোকার পর মার্কেটে যাওয়ার সময় বের করাই তার জন্য কষ্টকর হয়ে যায়। অনেক দিন ধরে তার শাড়ি কিনতে যাওয়া হয় না, এর মধ্যে একদিন সে ফেসবুকে এড দেখে একটা প্রতিষ্ঠিত ইকমার্স সাইটে জামদানি শাড়ির অর্ডার দেয়। যথাসময়ে শাড়ী হাতে পেয়ে খুব খুশি হয়। পরের দিন সহকর্মীদের সাথে যখন সে বিষয়টি শেয়ার করে তখন সে জানতে পারে বাংলাদেশে আরো বেশ কিছু ইকমার্স সাইট আছে যেখানে আরো ভালো ভালো শাড়ী ন্যায্য দামে পাওয়া যায়। তখন তার মনটা একটু খারাপই হয়ে যায়। আহা আগে যদি জানত তাহলে আরো একটু দেখে শুনে আরো বিভিন্ন সাইটে ঢু মেরে হয়ত আরো সুন্দর একটা শাড়ী কিনতে পারত! সে তার পরের শাড়ীটা কেনার জন্য অনলাইনে খোঁজা শুরু করে। কিন্তু একটা পর্যায়ে সে অবাক হয়ে লক্ষ করে অনলাইনে এমন কোন সাইট নেই যেখানে বাংলাদেশের সবগুলো ইকমার্স সাইটের তথ্য পাওয়া যাবে। যদি থাকত তাহলে তার মত সাধারন ক্রেতাদের জন্য অনেক উপকার হত।

দৃশ্যকল্প ২:

মিজান সাহেব আজ কয়েক বছর ধরে জামদানি শাড়ি নিয়ে কাজ করেন, মূলত দেশীয় এই পন্যের ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরা এবং এই শিল্পকে একটু হলেও সাপোর্ট দেওয়া তার মূল উদ্দেশ্য। বেশ কিছুদিনের পরিকল্পনার পর তিনি সিদ্ধান্ত নিলেন ইকমার্স ব্যাবসায়ে যোগ দেওয়ার। প্রাথমিক সকল প্রস্তুতি শেষ করতেই তার বেশ অনেকখানি টাকা বেরিয়ে গেল। ব্যাবসায়ের প্রচারনা করতে গিয়ে একটা বিষয় তাকে বেশ ভাবিয়ে তুলল। এতোদিন তিনি তার শো-রুমের মাধ্যেমে জামদানি শাড়ি বিক্রি করে এসেছেন। শো-রুম চালাতে গিয়ে তিনি দেখেছেন যখন কেউ শাড়ী কেনার জন্য আসে তখন সে / তারা কোন একটা শো-রুমের উদ্দেশ্যে আসুক বা না আসুক আশে পাশের বেশ কিছু শো-রুমে ঢোকে, পছন্দমাফিক কেনাকাটা করে। কিন্তু অনলাইনে সবাই যে যার মত প্রচারনা চালায়। কিন্তু বাংলাদেশে কোন নির্দিষ্ট পন্য কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায়, কি কি পণ্য পাওয়া যায় এসব তথ্য যদি এক জায়গায় পাওয়া যেত তাহলে অন্য অনেক সাইটের পাশাপাশি তার সাইটে হয়ত অনেক ক্রেতা ঘুরতে আসতেন।

প্রিয় পাঠক, আশা করি আপনারা এই দুই দৃশ্যকল্প থেকে বুঝতে পারছেন একটা ই-কমার্স ডিরেক্টরি এই মূহুর্তে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্য কতো প্রয়োজণীয় একটা ধারনা।

বাংলাদেশে এখন শত শত ইকমার্স সাইট ব্যাবসায় পরিচালনা করছে। প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন সাইট। একদিকে ক্রেতারা যেমন সব ইকমার্স সাইট সম্পর্কে জানে না বা জানতে পারছে না, অন্য দিকে ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্স ব্যাবসায়ীরাও প্রচারনার প্রতিযোগিতায় প্রতিনিয়ত হেরে যাচ্ছেন বড় পুঁজির কাছে।

এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে এন এস হাট ( nshut.com ) টীম কাজ করছে। আমরা আমাদের গবেষনায় দেখেছি অনেক ক্রেতাই জানেন না কোন পন্যটি কোন সাইটে পাওয়া যায়। সেই সাইটটি নির্ভরযোগ্য কি না। এসব তথ্য না জানার কারনে ব্যাবসায়িক প্রচারনা বা পরিচিতজনদের কাছ থেকে শুনেই সিদ্ধান্ত নেন কোন পণ্যটি কোন সাইট থেকে কিনবেন। ফলে যাদের প্রোমশনের জন্য বড় বাজেট থাকে বা যারা খুব বড় মাত্রায় প্রচারনা চালাতে পারেন তারা ভালো পরিমান পন্য বিক্রয় করতে পারেন আর ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্স ব্যাবসায়ীরা ভোগেন বিক্রয় মন্দায়।

এই চিত্রকে বদলে দিতে এন এস হাট ( nshut.com ) চালু করেছে বাংলাদেশের সর্ব প্রথম ওয়েব ভিত্তিক ইকমার্স ডিরেক্টরী তৈরীর। যেখানে পাওয়া যাবে বাংলাদেশের সকল ইকমার্স ওয়েবসাইটের পন্য-শ্রেনী ভিত্তিক তালিকা, সংশ্লিষ্ট সাইটগুলোর বিবরন, যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা, ক্রেতাদের মতামত … এবং থাকছে আরো অনেক অনেক চমক।
তো আর দেরী কেন? আজই ভিজিট করুন www.nshut.com

 

logo-edited-by-tanveerএ।

2 thoughts on “ইচ্ছে মত কেনাকাটায় ইকমার্স ডিরেক্টরী এন এস হাট

  • মার্চ 18, 2017 at 8:41 অপরাহ্ন
    Permalink

    আপনার ইচ্ছে মত কেনাকাটায় এই পোষ্টে এর মীম ও মিজান গুলো দৃশ্যকল্প খুব চমৎকার হয়েছে।

    Reply
  • ডিসেম্বর 9, 2015 at 8:28 পূর্বাহ্ন
    Permalink

    বাংলাদেশে নতুন অনলাইন মার্কেট প্লেস shopingmol.com

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।