গেম খেলা ও হাতের মাপটা ঠিক করা সবই হবে ক্রিমসন ল্যান্ড দিয়ে
বন্ধুরা আজ আমি আপনাদের একটি Shooting গেম উপহার দেব । এই গেমসটি দিয়ে আপনি আপনার হাতের আন্দাজ ঠিক করে নিতে পারবেন এবং যদি বসে বসে সময় না কাটে তবে এই গেমটি খেলে সময় কাটিয়ে নিতে পারবেন । আপনাকে কিছু ভাইরাস চতুরদিক থেকে আক্রমন করতে আসবে আপনি সেগুলোকে খোলা মাঠের মধ্যে থেকে গুলিবিদ্ধ করবেন । আমার জানা মতে গেমটি সবার কাছে ভাল লাগবে না । তবে যারা Shooting গেম পছন্দ করে আশা করি তাদের গেমটি ভাল লাগবে ।
গেমসটির নাম Crimson Land
গেমটি ডাউনলোড করতে ক্রিমসন ল্যান্ড ডাউনলোড