নিরাপত্তাসর্বশেষ টেক নিউজ

ডিডস হুমকিতে রকমারি.কম

আজ সকাল ১১টায় শক্তিশালী এক হ্যাকার গ্রুপের আক্রমন শিকার হয়েছিল দেশের অন্যতম অনলাইন বই বিকিকিনির ওয়েবসাইট রকমারি.কম।

ডিডস হুমকিতে রকমারি.কমসাইটিটির ফেসবুক পেইজ থেকে জানা গেছে, কিছুদিন আগে হ্যাকারগ্রুপ ডিডস অ্যাটাক করে, যার ফলে সাইটের সার্ভার ইউজেজ স্লো হয়ে যায়। ফলে গ্রাহক থেকে শুরু করে কর্তৃপক্ষও সাইটে প্রবেশ করতে পারছিলেন না।

অবশ্য পরবর্তীতে কর্তৃপক্ষের হস্তক্ষেপেই সাইট সামাল দিলেও মেইলে তাদেরকে হ্যাকার গ্রুপ জানায়ঃ

২ দিনের ভিতর টাকা দিতে হবে না হলে সাইটকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে

হ্যাকার রা তাদেরকে ইন্টারন্যাশনাল প্যারেন্ট  গ্রুপের সদস্য বলে দাবী করেছে।

অন্যদিকে কর্তৃপক্ষ সেদিকে না তাকিয়ে সার্ভার এর নিরাপত্তার দিকে জোর দেয় এবং বিষয়টি আইন শৃংখলা বাহীনিকেও অবহিত করেন।

 

হালনাগাদঃ

সবর্শেষ সময় সন্ধে ৭টায় সাইটকে স্বাভাবিক অবস্থায় চলতে দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।