সর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

টুইটার ‘র ড্রোন সেলফি

ডিসেম্বরের ৩য় সপ্তাহে টুইটার একটি ড্রোনের পেটেন্টের জন্য আবেদন করেছে যা ছবি ও ভিডিও তুলে তা ব্যবহারকারীর একাউন্ট এ পাঠাতে সক্ষম। এ নিয়ে বিস্তারিত টেকমাস্টারব্লগ ডেস্ক এ।

টুইটার এর ড্রোন সেলফিএক নজরে টুইটার এ লাইক, রিটুইট, রিপ্লাই ‘র মাধ্যমেই ড্রোনটিকে কনট্রোল করা যাবে, যার ফলাফল ছবি তোলা এবং ভিডিও ধারন করা। এছাড়াও লাইভ ভিডিও ইন্টারভিউ এবং টেলিপ্রেজেন্স (ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি) সম্ভব হবে এই ড্রোনের দ্বারা।

কিছুদন আগে টুইটার পেরিস্কোপ নামের একটি লাইভ – স্ট্রিমিং অ্যাপ চালু করেছে।  ড্রোন ব্যবহার করে এই অ্যাপ প্ল্যাটফর্মেই ইভেন্ট ব্রডকাস্ট সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে টুইটারের মুখপাত্র দু’শব্দে জবাব দেন

“Drone selfies”

তবে এই আবেদনের মাধ্যমে হয়তোবা এটি স্পষ্ট হয়না যে, টুইটার ড্রোন তৈরীর পরিকল্পনা করছে, তবে এর মাধ্যমে টুইটার কনট্রোলড ইউএভি (মানুষবিহীন আকাশ যান) ‘র জন্য একটি ফাউন্ডেশন তৈরী হল, এটা নিশ্চিত ভাবেই বলা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।