স্কাইপির উন্নয়নে মাইক্রোসফট এর টকো ক্রয়
অ্যাপলের আইওএস এ টেক্সট ম্যাসেজ, ভয়েস ক্লিপ, কল ও ফাইল শেয়ার সুবিধা দেওয়া অ্যাপ্লিকেশন ‘টকো’ কিনে নিয়েছে মাইক্রোসফট।
টকো’র সুবিধাগুলো স্কাইপিতে ব্যবহার করার উদ্দেশ্যেই মূলত কেনা হয়েছে বলে জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট এর এক মুখপাত্র। বিবৃতে জানানো হয়-
চুক্তি অনুসারে, টকো’র কর্মকর্তা-কর্মচারীরা স্কাইপিতে যোগদান করবে। একইসাথে তারা স্কাইপ ও স্কাইপ ফর বিজনেস এর উন্নয়ন এবং ব্যবহারকারীদের উন্নত সেবা দানে কাজ করে যাবে।
মার্চ ২০১৬ ‘র মধ্যে টকো তাদের সেবা বন্ধ করবে এবং তাদের সেবাসমূহ স্কাইপ এ স্থানান্তর হবে।
উল্লেখ্য টকো’র নির্মাতা রে ওজি মাইক্রোসফট এর একজন প্রাক্তন কর্মকর্তা।