১৫৬ কোটি টাকায় ওলো’র ৪জি এলটিই নেটওয়ার্ক বিস্তৃতি
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওলো ঢাকার বাইরে বসবাসকারী লোকদের সেবা দিতে ৪জি এলটিই নেটওয়ার্ক এর পেছেনে দেড়শো কোটি টাকা ব্যায়ের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে প্রতিষ্ঠানটির সিইও ইগর গ্রেকোভিচ এর এক সাক্ষাতকার থেকে।
তিনি আরো বলেন বিনিয়োগ পরিবেশ অনুকুলে থাকলে এই বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা আছে তার। যেখানে বর্তমান অবকাঠামোগত বিনিয়োগ ১০০ মিলিয়ন ডলারের মত।
জানা গেছে সিলেট, গোপালগঞ্জ, যশোর, মৌলভীবাজার ও ময়মনসিংহ জেলা গুলোতে ওলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে যা কিনা ৪জি এলটিই সার্ভিস হবে। তাছাড়াও দেশের অন্যান্য প্রধান প্রধান এলাকাগুলোতে এর নেটওয়ার্ক সম্প্রসারনের স্বদিচ্ছার কথা জানা যায় ইগর এর কাছ থেকে।
যদিও বর্তমান প্রেক্ষাপটে ইউজার লেভেলে এই সেবা কতটূকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়!!