জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করবেন যেভাবে
প্রয়োজনের তাগিদে আপনার জিমেইল একাউন্টটি ডিলেট করা লাগতে ই পারে। আর সেটিও অনেকেই জেনে থাকবেন। না জানা টেকপ্রেমীদের জন্য কে এস নাহিদ হাজির কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করবেন..
জিমেইল অ্যাকাউন্ট টা ডিলেট করে দিতে চাচ্ছেন,তাহলে আসুন জানার চেষ্টা করি। কি করে জিমেইল অ্যাকাউন্ট টা ডিলেট করব।
০১। সর্বপ্রথম জিমেইল অ্যাকাউন্ট এ প্রবেশ করতে হবে।
০২। My Account এ প্রবেশ করতে হবে।
০৩। Account preferences নামে একটা টুলস বার আছে,সেখানে প্রবেশ করতে হবে।
০৪। Delete Google Account and Data নামে একটা অপশন আছে,ওইটাতে ক্লিক করতে হবে।
০৫।কিছু শর্ত আসবে,সেই গুলিতে টিক মার্ক করতে হবে।
০৬।এইবার ডিলেট অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে।
০৭। ব্যাস,হয়ে গেল আপনার অ্যাকাউন্ট ডিলেট।
এই ছাড়াও অন্যভাবে অ্যাকাউন্ট ডিলেট করা যায়, তা হলঃ
০১। জিমেইল অ্যাকাউন্ট এ প্রবেশ করার পর সেটিং মেনুতে প্রবেশ করতে হবে।
০২। সেটিং মেনু তে প্রবেশ করার পর accounts and import এ প্রবেশ করতে হবে।
০৩। এর পর other google account এ প্রবেশ করতে হবে।
০৪। বাকি সব পূর্বের মতোই।
ধন্যবাদ সবাইকে।
আমি চেষ্টা করেও ব্যর্থ।
ডিলিট হচ্ছেই না।