ইন্টেল স্টিক কম্পিউটার আটবে পকেটেই
কম্পিউটার, দৈত্যাকার সাইজ থেকে আজ দুই আঙ্গুলের সমান আকারে এসে পৌছেছে। ইন্টেলের স্টিক কম্পিউটারটি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে সম্প্রতি। ৩৭ মিলিমিটার চৌড়া ও ১২ মিলিমিটার উচ্চতার এই পকেট কম্পিউটারটির ভাল মন্দ দেখে নেওয়া যাক।
ডিভাইসটি সম্বন্ধে ইন্টেলের কান্ট্রি ম্যানেজার বলেন,
‘দিন দিন কম্পিউটার ছোট হতে হতে হাতের মুঠোয় চলে এসেছে। ইন্টেলের স্টিক কম্পিউটারটির কনফিগারেশন অনেকটাই উন্নত। এটি দিয়ে কম্পিউটারের সকল সুবিধাই পাওয়া যাবে।’
উল্লেখ্যঃ ইন্টেল কম্পিউট স্টিক নামের এই পিসিতে থাকছে, ২ মেবি ক্যাশ এর সর্বোচ্চ ১.৮৩ গিগাহার্টজ গতির কোয়াড কোর অ্যাটম প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ এল র্যাম, এইচডি গ্রাফিক্স, ৩২ জিবি বিল্ট ইন স্টোরেজ সিস্টেম যা কিনা বাড়ানো যাবে ৬৪ জিবি মাইক্রো এসডি মেমরি কার্ড লাগিয়ে। আর এই সবই থাকছে ৪ ইঞ্ছি সাইজের ভিতরে!!
এতে বাই ডিফল্ট উইন্ডোজ ৮.১ এর লাইসেন্স সহ অপেরেটিং সিস্টেম দেওয়া থাকবে এবং এর আউটপুট প্যানেল হবে এইচডিএমআই।
তাছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ টেকনোলজির পাশাপাশি এতে ইউএসবি ২ পোর্টের মাধ্যমে কিবোর্ড মাউস ও প্যানড্রাইভ ব্যবহার করা যাবে।
ভিডিও রিভিউ