হোয়াটস অ্যাপ ইমোজি বিড়ম্বনা !!
হোয়াটস অ্যাপ যদিও পর্যাপ্ত ক্যারেক্টার লিমিট থাকে ম্যাসেজ লিখার জন্য, তবে সম্প্রতি এক ভারতীয় নাগরিক খেয়াল করে যে, মাত্র ২০০০ ইমোজি টাইপ করতে থাকলে কিংবা পাঠালে হোয়াটস অ্যাপ এর ওয়েব কিংবা মোবাইল ভার্শন দুটিই নট রেস্পন্ডিং কিংবা ক্র্যাশ খায়, এবং কোন মতে যদি পাঠানো যায়ও, প্রাপক তা ওপেন করলেই অ্যাপটি আবার ক্র্যাশ খাবে।
তার মানে পুরো হিস্টোরি ডিলেট করা ছাড়া কনভার্সেশান দেখার উপায় থাকছেনা !!
বাকিটুকু ভিডিওতে দেখেই ক্লিয়ার হউন