ইন্টারনেট-নিরাপত্তাসর্বশেষ টেক নিউজসোশ্যাল মিডিয়া

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা ! সুবিধায় গুগল

১২৩৪৫৬ কিংবা asdfg বা নিজের নাম হয়তোবা নাম্বার, সারাদিন এগুলো দিয়ে চলছে অনলাইনে বিভিন্ন ডিজিটাল আইডেন্টিটির নিরাপত্তা। কিন্তু পাসওয়ার্ড বিহীন ব্যাতীক্রম নিরাপত্তা সুবিধা নিয়ে হাজির টেক জায়ান্ট গুগল। ২স্তরি নিরাপত্তার এই ফিচারটি নিয়ে চলুন যানা যাক।

রহিত পাল নামক এক ভদ্রলোকের রেডিট সূত্রে জানা গেছে গুগলের এই পাসওয়ার্ডবিহীন নিরাপত্তা ব্যবস্থার কথা যাতে স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে এই দ্বিস্তরি নিরাপত্তা ব্যবস্থা কাজ করে তাও পাসওয়ার্ড ছাড়াই।


 

যেভাবে কাজ করে পাসওয়ার্ডবিহীন লগিন সিস্টেমঃ


 

১. আপনার ইউজার আইডি দিয়ে প্রবেশ করবেন

২. একটি কোড প্রদর্শন করবে ব্রাউজারে।

৩. এবার স্মার্টফোণে এপস এর মাধ্যমে নোটিফিকেশান আসবে।

৪. পূর্বে প্রদর্শিত কোডটি সিলেক্ট করার মাধ্যমে অথোরাইজ হবে,

৫. এবং আপনি প্রবেশ করলেন আপনার একাউন্টে 🙂 খুব সিম্পল


 

দেখুন স্ক্রীনশটঃ


 

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা সুবিধায় গুগল (6)

 

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা সুবিধায় গুগল (5)

 

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা সুবিধায় গুগল (4)

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা সুবিধায় গুগল (3)

 

পাসওয়ার্ড বিহীন নিরাপত্তা সুবিধায় গুগল (1)

 

গুগলের নতুন এই ফিচার সম্বন্ধে বলা হয়েছে,

“We’ve invited a small group of users to help test a new way to sign-in to their Google accounts, no password required. ‘Pizza’, ‘password’ and ‘123456’—your days are numbered.”

যদিও এই ফিচারের পাশাপাশি ফোন না থাকলেও পাসওয়ার্ড দেবার অপশন থাকবেই 🙂

তো আপনি কি ভাবছেন এই সুবিধা সম্বন্ধে??

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।