সহিংসতা ঠেকাবে টুইটার
সামাজিক যোগাযোগ এর মাইক্রোব্লগিং সাইট টুইটার তার নীতিমালার ব্যাপারে নড়েচড়ে বসেছে। ইসলামিক স্টেট সহ অনেক ধরনের অকারেন্সের বহিঃপ্রকাশে অনেক দিন থেকেই টুইটার ব্যবহার করে আসছে। এবার তাদের ব্যপারে ব্যবস্থা নিতে যাচ্ছে টুইটার।
অনেকদিন থেকেই সহিংসতায় টুইটার একাউন্ট ব্যবহার করা হচ্ছে এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে চুপচাপ ছিলো।
এক বিবৃতিতে জানা যায়,
কোনো সহিংসতা প্রচার বা সরাসরি আক্রমণ বা বর্ণ, জাতি, জাতিগত উৎপত্তি, লিঙ্গ, লিঙ্গ পরিচয় প্রদান, যৌন আকর্ষণ, ধর্ম, বয়স, বা রোগের উপর ভিত্তি করে কাউকে হুমকি প্রদান করতে পারবেন না
এক প্রতিবেদন থেকে জানা যায়, আইএস এর প্রায় চল্লিশ হাজারের বেশি টুইটার একাউন্ট ব্যবহার করা হয় এর প্রচারনায়। এই নীতিমালার কঠোরতার মাধ্যমে আশা করা যায় হয়রানি ও উগ্রবাদীদের কিছুটা শায়েস্তা হবে।