ফেসবুক ‘র সেবা বন্ধ ভারতের পর মিশরে
ভারতের পর এবার ফেসবুকের বিতর্কিত ‘ফ্রি ইন্টারনেট’ সুবিধা বন্ধ ঘোষনা করা হয়েছে মিশরে।
উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট সুবিধা পৌছে দেয়ার জন্য ফেসবুকের উদ্যোগে ‘ফ্রি বেসিকস’ ‘নেট নিউট্রালিটির’র দায়ে ভারতে বন্ধ ঘোষনা করার এক সপ্তাহ না পেরুতেই মিশরেও সুবিধাটির উপর এই নিষেধাজ্ঞা জারি করল দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। মিশরের টেলিকম কোম্পানি ‘ইতিসালাত’ গত অক্টোবর ‘ফ্রি বেসিকস’ চালু করার পর এ পর্যন্ত ৩ মিলিয়ন ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করেছে বলে ফেসবুক জানায়। তারা আরো দাবি করে যে এর মধ্যে ১ মিলিয়ন ব্যবহারকারী ১ম বারের মতো ইন্টারনেট ব্যবহার করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসে দেয়া এক বিজ্ঞপ্তিতে ফেসবুক এই মন্তব্য করে।
মিশরে ‘ফ্রি বেসিকস’ বন্ধ ঘোষনা করায় আমরা হতাশ।
ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ ‘ফ্রি বেসিকস’ কে ‘নেট নিউট্রালিটি’র দায় মুক্ত দাবি করলেও ভারতের পরপর মিশরেও এই নিষেধাজ্ঞায় কারনে বিতর্কটি আরো জোরালো হয়েই দাড়ালো।