জন্মের আগেই ফেসবুকে বন্ধুত্ব
এক মধুর ভুল ব্যাবহারকারীদের জানাচ্ছে যাচ্ছে যে তারা ফেসবুকে ৪৬ বছর ধরে বন্ধু, যেখানে ফেসবুকের নিজের জন্মই ২০০৪ সালে।
পশ্চিমা বিশ্বের অনেক ব্যবহারকারী’ই এই অদ্ভুত নোটিফিকেশান পেতে টুইটার এবং ফেসবুকে আলোচনা শুরু করে। এক মহিলা ব্যবহারকারী যার বয়সই ৪৬ হয়নি। এক বার্তায় তিনি লিখেন,
৪৬ বছর আগে?!? ফেসবুক পাগল হয়ে গেছে! আর কিছু না হোক আমাকে বৃদ্ধ বানাতে ফেসবুক সফল হয়েছে!
আসলে যে ঘটনাটি ঘটেছে, তা হল- ইউনিক্স এর সময় সম্পর্কিত কিছু বাগ এর কারনেই ব্যবহারকারীরা এই নোটিফিকেশন পেয়েছেন।
ফেসবুকের মুখপাত্র চেন্সিয়া কোহলার জানান,
আমরা বাগটি খুঁজে বের করেছি এবং ইতিমধ্যেই ফিক্স করার কাজ শুরু করে দিয়েছি। আশা করি শীঘ্রই সবাই ২০১৬ সালে ফিরে এস নিজেদের তরুন ভাবতে শুরু করবেন।
নতুন বছরের প্রাক্কালের এই বাগ ফেসবুকের ত্রুটি হলেও ব্যবহারকারীদের বিনোদন দিয়েছে নিঃসন্দেহে।
সব আজব কারবার