সর্বশেষ টপ ১০ টেক নিউজ
সর্বশেষ টপ ১০ টেক নিউজগুলোঃ উইন্ডোজ ১০, গুগল ডাটা সেন্টার, অ্যাপল ট্যাক্স, ড্রপবক্স এর মেইলবক্স, সিকিউরিটি রিসার্চ, এমআইটি ‘র লাইট কম্পিউটার চীপ, তোশিবার ছাটাই, বিবিসি তে ডিডস হামলা।
উইন্ডোজ ১০ সংগ্রহ করছে ডিস্কের এনক্রিপ্টেড সংকেত গুলো
ইন্টারসেপ্ট এর মিকাহ লি এই তথ্যটি জানিয়েছেন
গুগল ইউএসএ ‘র ৮ম ডাটা সেন্টারে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ
এর ফলে নতুন ৭০টি কর্মসংস্থান তৈরী হবে।
সিকিউরিটি রিসার্চে ১ মিলিয়ন ডলার ব্যায় করবে গুগল
ক্লাউড স্টোরেজ সেবা রক্ষায় এই বাজেট করা হয়েছে।
ড্রপবক্স বন্ধ করছে মেইলবক্স ও ক্যারোসেল
৪০০ মিলিয়ন ইউজারের ড্রপবক্স ২৬ ফেব্রুয়ারি মেইলবক্স সার্ভিস বন্ধ করে দিচ্ছে।
স্যামসাং এর ওয়েল্ট, রিঙ্ক, টিপটক আসছে
ওয়েল্ট জানাবে কোমরের সাইজ সহ স্বাস্থ্যাবস্থা, রিঙ্ক দিবে ভার্চুয়াল রিয়েলিটি, আর টিপটক দিবে ইএয়ারফোন ছাড়া কলিং সিস্টেম।
ডেবিয়ান লিনাক্স প্রতিষ্টাতা আয়ান মারডোক এর অস্বাভাবিক মৃত্যু
ধোয়াশাপূর্ণ মৃত্যু হয়েছে জনপ্রিয় ডেভিয়ান লিনাক্স নিয়ে কাজ করা মারডোক এর।
তোশিবা ৭৮০০ জনকে চাকরি থেকে বহিস্কার করতে যাচ্ছে
বিপুল পরিমান লসের কারনে জাপানি কোম্পানি তোশিবা তাদের কনজিউমার ইলেক্ট্রনিক্স থেকে প্রায় ৩% স্টাফ ছাটাই করতে যাচ্ছে।
কম্পিউটার চিপ ১০০ গুন গতি সম্পন্ন ডাটা ট্রান্সমিশন তাও লাইট দিয়ে
এমআইটি এই কমপিউটার চিপটি ডেভেলপ করেছে বলে জানিয়েছে।
ডিডস হামলায় বিবিসি ‘র ওয়েবসাইট
সাড়ে তিন ঘন্টার মত বন্ধ ছিলো এই হামলায়
৩৫০ মিলিয়ন ডলার ট্যাক্স ফাকি দিয়েছে অ্যাপল !
ইতালিকে দিবে এই ট্যাক্স
টেকমাস্টারব্লগের নতুন এই টেক আয়োজন কেমন লাগলো জানাতে ভূলবেন না যেন 🙂