সর্বশেষ টপ ১০ টেক নিউজ
সর্বশেষ টপ ১০ টেক নিউজগুলোঃ স্মার্ট হোম মার্ক, স্মার্ট ফ্রীজ স্যামসাং, স্মার্ট কার ফোর্ড, সেফটি চেক, ব্ল্যাকবেরীর প্রত্যাহার, অ্যালকাটেল বিক্রি, লেনোভোর ডুয়েল বুট ল্যাপটপ, কৃত্তিম বুদ্ধিমত্তা, যানজট টেলিনর, বাঁকানো ডিসপ্লে।
১০. টাচস্ক্রীন সমৃদ্ধ স্মার্ট ফ্রিজ আনছে স্যামসাং
ফাস হয় এক ফটো থেকে জানা যায় স্যামসাং এর নতুন এই ফ্রিজটি টাচস্ক্রীন ইউজার ইন্টারফেস থেকে নিয়ন্ত্রন করা যাবে।
০৯. সোমবারের ভূমিকম্পে সেফটি চেক বাটন ফেসবুকের
ভারতের মনিপুরে উৎপন্ন ভূমিকম্পে বাংলাদেশ, ভারত, নেপালের ব্যবহারকারীরা জানাতে পারবেন তারা সুস্থ আছেন কিনা।
০৮. ব্ল্যাকবেরি ‘র পাকিস্থান ছাড়ার ঘোষনা প্রত্যাহার
পাকিস্থান সরকার ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিসের কর্পোরেট ব্যবহারকারীদের তথ্যে নজরদারী করতে চাওয়ায় কোম্পানিটি ঐ দেশ ছাড়তে চাইলেও সরকার হস্তক্ষেপ সরিয়ে নিলে ব্ল্যাকবেরির এই সিদ্ধান্ত।
০৭. দেড় লক্ষ কোটি টাকায় অ্যালকাটেল বিক্রি নোকিয়ার কাছে
ফ্রেঞ্চ প্রতিদ্বন্দী অ্যালকাটেলকে ১৬.৬ বিলিয়ন ডলারে কেনায় সম্মত হবার মধ্য দিয়ে নোকিয়া কর্পোরেশন ২য় বৃহত্তম মোবাইল যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানের জায়গা দখল করবে।
০৬. লেনোভোর থিংকপ্যাড১৩ এ ক্রোম ও উইন্ডোজ১০ ওস ডুয়েল বুট।
বিস্তর পার্থক্য থাকা স্বত্ত্বেও উইন্ডোজ ১০ এবং গুগল ক্রোম ওএস এ ডুয়াল বুটেবল ল্যাপটপ আনছে লেনোভো।
০৫. খবরের গজের মত বাঁকানো যাবে এলজি ‘র ১৮ ইঙ্গি পর্দা
চিইএস ২০১৬ এর আসরে ১৮ ইঞ্ছির ডিসপ্লে আনছে এলজি যা বাঁকানো ও মোড়ানো যাবে কাগজের মত।
০৪. ফোর্ডের গাড়িতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে
গাড়িতেই স্মার্টফোন কানেক্টিভিটি দিতে ফোর্ডের নতুন মডেলের গাড়িতে দুটির যেকোন একটি বেছে নিতে পারবেন ব্যাবহারকারী।
০৩. অপপো আনছে উচ্চমানের ক্যামেরা সমৃদ্ধ এফ সিরিজ
জানুয়ারিতেই আসছে এফ সিরিজের এই স্মার্টফোনটি
০২. নিজ বাড়িতে ‘আয়রন ম্যানের জার্ভিস’ বানাচ্ছেন মার্ক জাকারবার্গ
ফেসবুক স্ট্যাটাসে মার্ক জানান, তার বাড়িকে স্মার্ট হোম বানাতে আয়রন ম্যানের যার্ভিস সদৃশ্য একটি কৃত্তিম বুদ্ধিমত্তা বানাতে যাচ্ছেন।
০১. যানজটের কারনে তারানাকে পেলেন না টেলিনর সিইও
টেলিনরের সিইও সিগও ব্রেক্কে সোমবার দুপুর ২ টায় পূর্ব নির্ধারিত বৈঠক মিস করেন, যেখানে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাবা তারানা হালিম এর সাথে বসার কথা ছিল।
টেকমাস্টারব্লগের নতুন এই টেক আয়োজন কেমন লাগলো জানাতে ভূলবেন না যেন 🙂